বোর্নমাউথকে হারিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

৩ সপ্তাহ আগে
এবারের মৌসুমটা একেবারেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির জন্য। এরই মধ্যে দুইটি শিরোপা হাতছাড়া হয়েছে। আর লিগেও শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে গার্দিওলার দল। এখন শুধু এফএ কাপের শিরোপাটাই জিততে পারে সিটিজেনরা। তবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় শঙ্কা জেগেছিল তাদের। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার (৩০ মার্চ) বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।


ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে গিয়েছিল সিটিজেনরা। ২১তম মিনিটে ইভানিলসন। তবে দ্বিতীয় হাফে ঘুরে দাঁড়ায় সিটি। ৪৯তম মিনিটে সিটিকে সমতায় ফেরান হলান্ড। আর ৬৩তম মিনিটে সিটিকে লিড এনে দেন ওমর মারমুশ। সেমিফাইনালে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। ছেলেদের এফএ কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এই টুর্নামেন্টে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠল সিটি।


আরও পড়ুন: আর্নোল্ডের পর এবার ব্রুনো ফার্নান্দেজেও চোখ রিয়ালের 
 



তবে স্বস্তির দিনেও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের সেরা স্ট্রাইকার হলান্ড। সিটি কোচ গার্দিওলা বাধ্য হয়েই বদলি নামিয়ে তাকে তুলে নেন। মৌসুমে সিটির একমাত্র শিরোপা জয়ের সুযোগ এই এফএ কাপ। ২০১৬-১৭ মৌসুমের পর প্রতি মৌসুমেই কোনো না কোনো শিরোপা জিতেছে সিটিজেনরা।

]]>
সম্পূর্ণ পড়ুন