শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১১টায় খাগড়াছড়ি টাউন হল চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরাসহ সামরিক বেসামরিক কমকতা, ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বৈসাবি উপলক্ষে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা
খাগড়াছড়ি টাউন হল চত্বর থেকে বের হওয়া র্যালিটি শহরের শাপালা চত্বর, আদালত সড়ক হয়ে ত্রিপুরা সংসদ কাযালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে ত্রিপুরা সম্প্রদায়ের শিশু কিশোর, নারী পুরষসহ বিভিন্ন বয়সের মানুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক, গয়না নিয়ে অংশগ্রহণ করেন। ঢাক, ঢোল, বাশিসহ গড়াইয়া নৃত্যের তালে তালে নেচে গেয়ে পুরো শহরকে মাতিয়ে তোল।
এর আগে টাউন হল চত্বরে ত্রিপুরা সম্প্রদায়ের শিল্পীরা তাদের ঐতিহ্যবাহী সুর ছন্দে কৃষি সংস্কৃতির ডিসপ্লে প্রদশন করে।