বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতারে লাগবে ঊর্ধ্বতনের অনুমতি

১ সপ্তাহে আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার মামলায় আসামি গ্রেফতার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) ডিএমপির মাঠপর্যায়ের কর্মকর্তাদের এমন নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের নতুন ৫ দফা

 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় অধিকাংশ ক্ষেত্রে এজাহারনামীয় আসামির সংখ্যা বেশি। এসব মামলার এজাহারনামীয় বা তদন্তে নাম আসা আসামি গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন