নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরটিপিসিআর টেস্টে ২০০০ টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৫০০ টাকার বেশি নেয়া যাবে না।
এতদিন আরটিপিসিআরে ৩০০০ টাকা এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৭০০ টাকা নেয়া হচ্ছিল।
স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রশিদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় কোভিড-১৯ রোগনির্ণয় ও ল্যাবরেটরি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভায় বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর পরীক্ষার নতুন ফি নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: করোনা প্রতিরোধে যশোর স্বাস্থ্য বিভাগ কতটা প্রস্তুত?
চিঠিতে আরও বলা হয়, কোনো অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত ফির বেশি আদায়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>