বেলিংহ্যামের মৌসুমের প্রথম গোলে রিয়াল মাদ্রিদের ৩ পয়েন্ট

৪ সপ্তাহ আগে ১০
জুদ বেলিংহ্যাম শেষ গোলটি কবে করেছিলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে পিছিয়ে পিছিয়ে চলে যেতে হবে জুনে। ক্লাব বিশ্বকাপে পাচুয়ার বিপক্ষে ওই গোলের কিছুদিন পর কাঁধের ইনজুরির কারণে ছুঁরি-কাঁচির নিচে যেতে হয়েছিলো ইংলিশ মিডফিল্ডারকে, ফেরেন গত মাসে।

ইনজুরি থেকে ফেরা বেলিংহ্যামের গেমটাইম নিয়ে শঙ্কা তৈরি হয়েছিলো। তিনি গোলের দেখা পাচ্ছিলেন না, পাচ্ছিলেন না অ্যাসিস্টও। গোল এমন সময়ে করলেন, যখন রিয়াল মাদ্রিদের তা ভীষণভাবে দরকার পড়লো। জুভেন্টাসের বিপক্ষে আজ তার একমাত্র গোলেই যে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শাবি আলোনসোর শিষ্যরা। ক্লাব কিংবা জাতীয় দল, চলতি মৌসুমে বেলিংহ্যামের এটা প্রথম গোল।


এটা ছিলো রিয়াল মাদ্রিদের জার্সিতে থিবো কর্তোয়ার ৩০০তম ম্যাচ। বেলজিয়ান গোলরক্ষক মাইলফলকের ম্যাচটিতে ক্লিনশিট আদায় করে নিয়েছেন, সে জন্য ৬ বার গোল ঠেকাতে হয়েছে তাকে। চেলসি থেকে তিনি রিয়ালে যোগ দিয়েছিলেন ২০১৮ সালের বিশ্বকাপ শেষে।


আরও পড়ুন: প্রতিপক্ষকে নিয়ে ছেলেখেলা করে জিতলো চেলসি, লিভারপুল ও বায়ার্ন


সান্তিয়াগো বার্নাব্যুর ম্যাচটিতে রিয়াল একমাত্র গোলটি পায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। বেলিংহ্যামের পা থেকে এলেও গোলটির পেছনে বড় অবদান ভিনিসিউস জুনিয়রের। ৫৭ মিনিটে কয়েকজনকে কাটিয়ে বাঁ-প্রান্ত থেকে আড়াআড়ি শট নিয়েছিলেন তিনি। বারপোস্টে লেগে বল চলে আসে বেলিংহ্যামের সামনে, সেখান থেকে জাল খুঁজে পান ইংলিশ ফুটবলার।


অ্যাতলেটিতো মাদ্রিদের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর এটা রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ জয়। জয়ের এই ধারাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস নিয়েই মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় নামছে তারা। আগামী রোববার লা লিগার ওই ম্যাচটি হবে আবার রিয়ালের মাঠে।

]]>
সম্পূর্ণ পড়ুন