জানা গেছে, গত দুই দিনের মধ্যে কোনো এক সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে একটি চিহ্নিত চোরচক্র তালা ভেঙে বাসার মূল্যবান গৃহস্থালী সামগ্রী চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর বাড়ির মালিক সাঈদ হোসেন মৌখিকভাবে পুলিশকে বিষয়টি জানালে, পুলিশ চোরদের আটক করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে থানায় লিখিত অভিযোগ না থাকায় আটক ব্যক্তিদের ছেড়ে দেয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: ভারতের এয়ার ট্রানশিপমেন্ট বাতিল, বেনাপোল থেকে ফিরে এলো কয়েকটি ট্রাক
বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক (এএসআই) জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে কোনো মামলা নেয়া হয়নি। তবে কিছু চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।’
চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত সাঈদ হোসেন বলেন, ‘যারা এ চুরির সঙ্গে জড়িত, তারা ভবারবেড় গ্রামের পরিচিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দরের আশপাশের এলাকায় একাধিক চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ দুর্বৃত্তদের গ্রেফতার করতে না পারায় অপরাধ প্রবণতা বাড়ছে।’
]]>