‘বেন স্টোকসকে সাদা বলের দায়িত্ব দিলে তা হবে বোকামির শামিল’

২ সপ্তাহ আগে
জস বাটলার চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকেই আলোচনা, কে পরবর্তী অধিনায়ক হচ্ছেন। হ্যারি ব্রুকের নাম এসেছে বহুবার, নাম এসেছে বেন স্টোকসেরও।

বেন স্টোকস লাল বলে ইংল্যান্ডের অধিনায়ক। তিনি ২০২২ সালে ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন, যদিও পরে ২০২৩ বিশ্বকাপের জন্য অবসর ভাঙেন। তাকেই ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে জোর আলোচনা চলছে। এমন আলোচনা মোটেই পছন্দ হচ্ছে না সাবেক অধিনায়ক মাইকেল ভনের।


ভন মনে করছেন, স্টোকসকে সাদা বলের দায়িত্ব দিলে তা হবে বোকামির শামিল। স্টোকসের কাছ থেকে টেস্টে ভালো কিছু পেতে চাইলে ওয়ানডে থেকে দূরের রাখার পরামর্শ তার। ভন বলেন, ‘এটা একেবারেই বোকামি হবে যে, বেন স্টোকস সাদা বলের ক্রিকেটে খেলবে। সে সবকিছু উজাড় করে দেয়, যখন সে ইংল্যান্ডের হয়ে খেলে তখনই শুধু নয়, অনুশীলনের সময়ও। তাকে অধিনায়ক বিবেচনা করাটাও স্বার্থপরতা। অধিনায়ক হতে সে রাজি হবে, কারণ সে বেন স্টোকস। ইংল্যান্ড তাকে যা করতে বলবে, সে তাই করবে।’


আরও পড়ুন: ইনজুরির কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন চ্যাপম্যান


২০২২ সালে স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে টেস্টে একের পর এক সাফল্য পাচ্ছে ইংল্যান্ড। তাই স্টোকসের টেস্ট ক্যারিয়ার আরও লম্বা হওয়ার দিকেই এখন সবার নজর দেওয়া উচিত বলে মনে করেন ভন।


ভন বলেন, ‘তাকে অ্যাশেজ জিততে দিন। এটা কেবল এই ভারত সিরিজ বা অ্যাশেজ সিরিজের কথা নয়, আমি তাকে ২০২৭ সালে ঘরের মাঠে অ্যাশেজের নেতৃত্ব দিতে দেখতে চাই। আমি চাই সে ইংল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যাক। কেন তার ওপর সাদা বলের ক্রিকেট খেলার বোঝা চাপানো হবে? তাকে তার শরীরের যত্ন নিতে দিন এবং যতদিন সম্ভব টেস্ট ক্রিকেট খেলতে দিন।’

]]>
সম্পূর্ণ পড়ুন