বেতিসকে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

১ সপ্তাহে আগে
রিয়াল বেতিসকে উড়িয়ে টানা ষষ্ঠবারের মতো লিগা এফ-এর শিরোপা জিতলো বার্সেলোনার মেয়েরা। মেয়েদের ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় রোববার (১১ মে) বেতিসকে ৯-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। লিগে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে তারা।

ক্লদিয়া পিনার হ্যাটট্রিক এবং ইওয়া পাজোর ও আলেক্সিয়া পুতেলাসের জোড়া গোলে বিশাল জয় পায় কাতালান দলটি। সব মিলিয়ে দশমবার এই ট্রফির স্বাদ পেলো বার্সেলোনার মেয়েরা। 

 

২৯ ম্যাচে ২৭ জয়ে ৮১ পয়েন্ট বার্সেলোনার ঝুলিতে। লিগে মাত্র দুটি ম্যাচে হেরেছে কাতালান ক্লাবটি। সমান ম্যাচে ২৪ জয় ও ৩ ড্রয়ে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুমে কোয়াড্রপল জয়ের হাতছানি বার্সেলোনার সামনে। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপও জিতেছে তারা। 

 

আরও পড়ুন: এমবাপ্পের জোড়া গোলের পর রাফিনিয়া-ইয়ামালের তাণ্ডব

 

উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ২৪ মে আর্সেনালের মুখোমুখি হবে বার্সেলোনা। টানা তৃতীয়বার ইউরোপ সেরার মুকুট জয়ের সুযোগ বার্সেলোনার মেয়েদের সামনে। 

 

এরপর ৭ জুন কোপা দে লা রেইনার শিরোপার নির্ধারণী ম্যাচে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তাদের বিপক্ষে এই হারে লিগা এফ থেকে অবনমন নিশ্চিত হয়ে গেছে বেতিসের। ১৬ দলের প্রতিযোগিতায় ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে তারা। 

 

আরও পড়ুন: আল নাসরের সঙ্গে নতুন চুক্তির আলোচনা স্থগিত করেছেন রোনালদো

 

এই শিরোপা জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার কোচ হিসেবে পেরে রোমিউর অভিষেক মৌসুমটা ভালোই হলো। এর আগে দলটির কোচ ছিলেন জোনাতন জিরাল্ডেজ। 

 

ম্যাচ শেষে বার্সেলোনার খেলোয়াড় পিনা বলেছেন, ‘শিরোপা জয়ের জন্য এই দল কঠোর পরিশ্রম করেছে। ভালো খেললে সবকিছু আসে মৌসুমের শুরু থেকেই। আমার ভালো লাগছে, আমি সবসময় দলকে যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি।’

]]>
সম্পূর্ণ পড়ুন