আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।
শিরোপার দৌড়ে শক্ত দাবিদার মোহামেডান। টেবিল টপার আবাহনীকে হারিয়ে তার বার্তাই দিয়ে রেখেছে সাদা-কালোরা। তবে দলটা আছে বিপাকে। তামিম ইকবালের অসুস্থতা, অধিনায়ক তাওহীদ হৃদয়ের দুই ম্যাচের নিষেধাজ্ঞা, জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছেড়ে দেয়া। সুপার লিগের আগে কঠিন চ্যালেঞ্জের মুখে সাদাকালো শিবির। তাই বাধ্য হয়েই নতুন ক্রিকেটার যুক্ত করতে হচ্ছে স্কোয়াডে। বড় নাম মোস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: লাহোরের মালিক রিশাদকে বললেন, ‘আমি তোমাকে ভালোবাসি’
সব চ্যালেঞ্জ পেছনে ফেলে প্রথম ম্যাচে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। আগের দিন বৃষ্টিতে পন্ড হয়েছে অনুশীলনও। তবে জয়ের ব্যাপারে আশাবাদী দল। একই সঙ্গে শাস্তি কমানোর আবেদন করেছে তাওহীদ হৃদয়ের।
বৃষ্টি নামার আগেই অনুশীলন সেরেছে আবাহনী। হান্নান সরকারের অধীনে দলের বর্তমান সদস্যরা প্রস্তুতি নিয়েছেন সুপার লিগের ম্যাচের জন্য। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই নামতে হবে আগ্রণী ব্যাংকের বিপক্ষে। জাতীয় দলের জন্য ক্রিকেটার ছাড়তে হলেও পরিকল্পনায় খুব একটা পরিবর্তন আসছে না আকাশি-নীলদের। তারাও চোখ রাখছেন জয়ে।
আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট আয়োজন হবে যে ভেন্যুতে
বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্স মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচ সামনে রেখে প্রধান কোচকে ছাড়াই অনুশীলন করেছে গুলশান।
]]>