বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: আজকের দিনে আপনার আর্থিক উন্নতি হবে। পরিবারের সদস্যদের তরফে সুসংবাদ শুনতে পাবেন। নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে। বাড়িতে অতিথি আগমনের ফলে বাণী ও ব্যবহারে মাধুর্য আসবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। মা-বাবার দোয়ায় আটকে থাকা কাজ সময়ের মধ্যে সম্পন্ন হবে।
বৃষ: আজকের দিনটি প্রাণশক্তিতে ভরপুর থাকবে। মান-সম্মান বাড়বে। অচেনা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, এর দ্বারা আপনি লাভবান হবেন। শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন যারা, তাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ব্যাংকিং ক্ষেত্রে কাজ করেন যারা তাদের সঞ্চয় প্রকল্পে মনোযোগ দিতে হবে। নতুন গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে।
মিথুন: আজ মিশ্র পরিণাম লাভ করবেন। সহযোগিতার মনোভব বাড়বে। যেকোনো বিষয়ে বয়স্কদের পরামর্শ নিন। কাজের সন্ধানে থাকলে বন্ধুর সাহায্য চাইতে পারেন। দূরে বসবাসকারী পরিবারের সদস্যদের কাছ থেকে কোনো সুসংবাদ পেতে পারেন। বাড়ির পরিবেশ ভালো থাকবে।
কর্কট: আজকের দিনটি ঠিকঠাক থাকবে। আর্থির সুযোগের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন, এর ফলে বড়সড় সিদ্ধান্ত হাতছাড়া হবে। পরিবারের সকল সদস্যকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন। ব্যবসায়িক কাজের জন্য অন্য কোনো ব্যক্তির ওপর নির্ভরশীল থাকবেন, যার ফলে তা পূরণ করার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।
সিংহ: আজকের দিনটি উন্নতিদায়ক। ব্যবসায়িক প্রস্তাব নিয়ে বহিরাগত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলে তারা আপনার কথা বুঝতে পারবেন। চাকরিজীবীরা একই ভুল বার বার করবেন না। নিজের অভিজ্ঞতার দ্বারা লাভবান হবেন। ইচ্ছাপূরণ হওয়ায় আনন্দিত হবেন। পরিবারের ছোট বাচ্চারা আপনার কাছে কিছু দাবি করতে পারে।
কন্যা: চিন্তাভাবনা না করেই যে কোনো কাজ করে ফেলবেন, এ কারণে পড়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। সম্মান বাড়বে। ব্যবসায়ে দীর্ঘকালীন পরিকল্পনা পুনরায় শুরু করতে পারেন। একাধিক উৎস থেকে আর্থিকভাবে লাভবান হবেন। তবে আপনার নিজের কাজের চেয়ে বেশি অন্যের কাজে মনোনিবেশ করবেন। যার ফলে আপনার কাজই বিলম্বিত হবে। পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকলে তাতে সাফল্য লাভ করতে পারবেন।
তুলা: আজ মিশ্র ফলাফল লাভ করবে। জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। পরিবারের কোনো সদস্য ব্যবসা শুরু করতে পারে। বিদেশি ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা করে থাকলে লাভান্বিত হবেন। জীবনশৈলী উন্নত হবে। কাজ সম্পূর্ণ হওয়ায় আনন্দিত হবেন। কর্মক্ষেত্রে সকলের সমর্থন লাভ করবেন।
বৃশ্চিক: রাশির ব্যবসায়ী জাতকদের জন্য আজকের দিনটি ভালো। দাম্পত্য জীবনে মাধুর্য আসবে। কোনো সমস্যার বিষয়ে বন্ধু বা আত্মীয়ের সঙ্গে আলোচনা করতে পারেন। অংশীদারীর কাজের দ্বারা লাভবান হবেন। ব্যবসায়ে কারো ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না, তারা আপনার বিশ্বাস ভাঙতে পারে। ব্যবসা সম্প্রসারণে সফল হবেন।
ধনু: চাকরিজীবীদের জন্য আজকের দিনটি ভালো। ইতিবাচক চিন্তাভাবনার সুফল পাবেন। ক্যারিয়ারে ভালো প্রস্তাব পেতে পারেন। প্রেম জীবনে আবদ্ধ ব্যক্তিরা সঙ্গীর দুর্বলতাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, তা না হলে সমস্যা হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে গাফিলতি করবেন না। যাত্রার সময় স্বাস্থ্যের বিষয়ে মনোনিবেশ করুন।
মকর: কর্মক্ষেত্রে ভালো প্রদর্শন করবেন। ব্যবসায়ে নতুন কিছু অন্তর্ভূক্ত করবেন। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরার সময়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। গুরুত্বপূর্ণ কাজ করার সময়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তা না হলে দীর্ঘদিন পর্যন্ত সেই কাজ সম্পন্ন হবে না। সন্তানের সঙ্গে তাদের সমস্যা সম্পর্কে আলোচনা করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ দ্রুতগতিতে সম্পন্ন করুন।
কুম্ভ: আজ ধৈর্য ধরে রাখুন। বাড়ি বা বাইরে তাড়াহুড়োয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। সম্পত্তি সংক্রান্ত বিবাদে জয়ী হবেন। নিজের প্রথা পালনে কোনো ত্রুটি রাখবেন না। ধর্মীয় কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। ছাত্রছাত্রীদের মানসিক বোঝা কমবে।
আরও পড়ুন: মেষে প্রেম, সিংহে ব্যবসা, রাশিফলে জেনে নিন আপনার ভাগ্য
মীন: আজকের দিনটি শুভ পরিণাম নিয়ে আসবে। ব্যবসায়ে কারো সাহায্য চাইলে তা সহজে পেয়ে যাবেন। ভাই-বোনের সহযোগিতা লাভ করবেন। সামাজিক কাজে অংশগ্রহণ করবেন, এর ফলে পরিচিতি বাড়বে। ভালো পদ লাভ করতে পারেন। গুরুত্বপূর্ণ কাজ বহুদিন ধরে আটকে থাকলে তার গতি বাড়বে।
আরও পড়ুন: সোমবার কী হতে চলেছে? জেনে নিন রাশিফলে