বৃষ্টির বাধার পর শুরু ম্যাচ

৪ সপ্তাহ আগে
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বল হাতে শুরু থেকে চেপে ধরেছে বাংলাদেশ। দারুণ এক রান আউটের পর নাসুম আহমেদ ও হাসান মাহমুদের আঘাতে ৩১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। মাঝে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে স্থায়ী হয়নি।

সেন্ট কিটসে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির বাধায় ম্যাচ বন্ধ হওয়ার আগে ৭.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের সংগ্রহ ৪৯ রান। কেসি কার্টি ১১ বলে ৯ আর শেরফান রাদারফোর্ড ১১ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন।

 

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে উইন্ডিজ। এবার তাদের লক্ষ্য ধবলধোলাই করা। তবে রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। রান পেলেও দ্রুত উইকেট হারিয়েছে তারা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০ বলে ২ চার ও ১ ছক্কায় ১৫ রান করে অ্যালিক অ্যাথানেজের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন ব্রান্ডন কিং।

 

আরও পড়ুন: তামিমকে ছাড়িয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার হিসাবে রিয়াদ নিঃসঙ্গ

 

ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে অ্যাথানেজকে বোল্ড করেন নাসুম। তার করা ওভারের দ্বিতীয় বলে স্টাম্প থেকে সরে এসে সুইপ করতে চেয়েছিলেন অ্যাথানেজ। কিন্তু বাঁহাতি স্পিনারের ফুল লেংথের বলটা আঘাত হানল স্টাম্পে। ৮ বলে ৭ রান করেন এ ব্যাটার। পরের ওভারে আক্রমণে এসে হাসান ফেরান অধিনায়ক শাই হোপকে। ৬ বলে ৩ রান করে হাসানের করা অফ স্টাম্পের বাইরে বল তাড়া করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন হোপ।

 

আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বিসিবি

 

এর আগে চার ফিফটির ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২১ রানের পুঁজি পায় বাংলাদেশ। ৬৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৩ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭৭ রান করেন মেহেদী হাসান মিরাজ। ৭৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করেন সৌম্য সরকার। এছাড়া ৫৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক। ক্যারিবীয়দের পক্ষে ৪৩ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন আলজারি জোসেফ।

]]>
সম্পূর্ণ পড়ুন