বৃষ্টির বাগড়ায় খেলা হয়নি দুই সেশন

১ সপ্তাহে আগে
জিম্বাবুয়ের বুলাওয়েতে চতুর্থ দিনের দুই সেশনের খেলা বৃষ্টির কারণে হয়নি। যার ফলে ড্রয়ের দিকে এগোচ্ছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। চতুর্থ দিন শেষে জিম্বাবুয়ের ৫৮৬ রানের জবাবে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ৩ উইকেটে ৫১৫ রান।

বুলাওয়েতে চলছে ব্যাটসম্যানদের দাপট। প্রথমে ব্যাট করে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির উপর ভর করে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৫৮৬ রান। জবাবে চতুর্থ দিন পর্যন্ত আফগানিস্তানের রান ৩ উইকেটে ৫১৫ রান। টেস্টে এনিয়ে দ্বিতীয়বার পাঁচশ করল দলটি।


আরও পড়ুন: তীরে এসে তরী ডুবাল পাকিস্তান, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ. আফ্রিকা 


তৃতীয় দিনে সেঞ্চুরি পাওয়া আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদি ১৭৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৪৬ রানে অপরাজিত আছেন আফসার জাজাই। দিনের একমাত্র উইকেটটি পান নিউম্যান ন্যামহুরি। রেহমাত শাহর রেকর্ড গড়া ইনিংসটি ন্যামহুরি থামান ২৩৪ রানে।


আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেললেন রেহমাত। তার পাশাপাশি একটি রেকর্ডও গড়েছেন তিনি। বাউন্ডারি থেকে ১১০ রান করেন তিনি। ছাড়িয়ে যান শাহিদির ৯০ রানের কীর্তি।  

]]>
সম্পূর্ণ পড়ুন