বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচটি নেমে আসে ৩১ ওভারে। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ফাতিমা সানার দুর্দান্ত বোলিংয়ে ৩১ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে চার্লি ডিনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৩ রান। বাকিদের মধ্যে এম আরলট এবং হেদার নাইট করেন ১৮ রান, এলিস ক্যাপসির ব্যাট থেকে আসে ১৬ রান।
পাকিস্তানের ফাতিমা সানা ৬ ওভারে ২৭ রান খরচায় নেন ৪ উইকেট। ২ উইকেট নেন সাদিয়া ইকবাল।
আরও পড়ুন: এখন থেকে ছেলেদের সমান ভাতা পাবে মেয়েরাও
জবাবে ৬.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই ৩৪ রান করে ফেলেছিল পাকিস্তান। এরপর আবার শুরু হয় বৃষ্টি। যার কারণে খেলা আর শুরু করা যায়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ডের নারীরা। অপরদিকে, ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পাকিস্তান।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·