বৃষ্টির পানি দিয়ে কি অজু করা যাবে?

৪ সপ্তাহ আগে
পবিত্রতা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে অজু। এটি আরবি শব্দ। এর অর্থ পরিচ্ছন্ন, সুন্দর ও স্বচ্ছ। পারিভাষিক অর্থে বিশেষ নিয়মে বিভিন্ন অঙ্গ ধোয়াকে অজু বলা হয়।

বৃষ্টি মহান আল্লাহর অফুরন্ত রহমতের নিদর্শন। এর মাধ্যমে মহান আল্লাহ কল্যাণ ও রিজিকের ব্যবস্থা করেন। আর প্রকৃতিতে প্রকাশ পায় স্বস্তির ছাপ। বৃষ্টির সঙ্গে মানুষসহ অন্য প্রাণীদের রিজিকের সম্পর্ক রয়েছে।

 

পবিত্র কোরআনে মহান আল্লাহ বৃষ্টি নিয়ে বলেন, 

 

আর আমি আসমান থেকে বরকতময় পানি বর্ষণ করেছি। অতঃপর তা দ্বারা আমি উৎপন্ন করি বাগ-বাগিচা ও কর্তনযোগ্য শস্যদানা। (সুরা কাফ, আয়াত: ৯)

 

উপরোক্ত আয়াত থেকে বোঝা যায়, আকাশ থেকে বর্ষিত পানি বরকতময়। আর বরকতময় পানি পবিত্র।

 

আরও পড়ুন: জাদু থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন

 

হাদিসে অজুর গুরুত্ব এভাবে বর্ণিত হয়েছে, হজরত জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.) বলেন, 

 

জান্নাতের চাবি হলো নামাজ। আর নামাজের চাবি হলো অজু। (তিরমিজি: ০৪)

 

বৃষ্টির পানিতে যদি প্রকাশ্য কোনো নাপাক না থাকে অথবা পানির রং, স্বাদ, গন্ধের যে কোনো একটা পরিবর্তন না হয়ে যায়—তাহলে জমিয়ে রাখা বা জমে থাকা বৃষ্টির পানি দিয়েও অজু করা জায়েজ আছে।

 

আরও পড়ুন: কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের বৈশিষ্ট্য


তাই খাল-বিল, ডোবা, জলাশয় বা কোনো পবিত্র পাত্রে জমে থাকা পরিষ্কার বৃষ্টির পানি দিয়ে অজু করতে কোনো বাধা নেই। (দুররুল মুখতার: ১/ ৩২৩, হাশিয়াতুত তাহতাবি: ১৯-২০)

]]>
সম্পূর্ণ পড়ুন