বৃষ্টিতে ভেসে গেল ভারত-বাংলাদেশ ম্যাচ

৩ সপ্তাহ আগে
বারবার বৃষ্টির বাঁধায় খেলা পিছিয়েছে, কমেছে ওভার। তবুও শেষ করা গেল না বাংলাদেশ-ভারত ম্যাচটি। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। ফলে এবারের বিশ্বকাপে মাত্র একটি জয় নিয়ে টেবিলের সাতে থেকে মিশন শেষ করল বাংলাদেশের নারীরা।

পাতিলে বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারত ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। বৃষ্টি আইনে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। জবাবে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল ভারত। মাত্র ৮.৪ ওভারেই বিনা উইকেটে ৫৭ রান করে ফেলেছিল তারা। তবে আবারও বৃষ্টি আসলে রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।  


এদিকে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতেই ব্যাটিং করেছে বাংলাদেশ। ১২.২ ওভারে তাদের দলীয় রান যখন ২ উইকেটে ৩৯, তখনই নামে বৃষ্টি। অনেকক্ষণ পর বৃষ্টি থামলে কমিয়ে দেয়া হয় ম্যাচের দৈর্ঘ্য। নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৯ রান জমা করে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান।


আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশের যুব দল ঘোষণা 


বাংলাদেশের হয়ে শারমিন আক্তারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। ২৬ রান করেন মোস্তারি। ভারতের হয়ে দারুণ বোলিং করেন রাধা যাদব। ৬ ওভারে ৩০ রান দিয়ে নেন ৩ উইকেট।


জবাবে মান্ধানা ও কাউরের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। মাত্র ৮.৪ ওভারেই ৫৭ রান তুলে নেয় এই জুটি। তবে আবারও বৃষ্টি এলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারি। মাধানা ৩৪ এবং কাউর ১৫ রানে অপরাজিত ছিলেন।


এদিকে সেমিফাইনাল আগেই নিশ্চিত করা ভারতের জন্য এই ম্যাচটি ছিল নিয়মরক্ষার। আর ৭ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের সাতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করল বাংলাদেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন