সোমবার (২১ এপ্রিল) পলকের আইনজীবী আদালতকে এসব কথা অবগত করেন। পরে তিনি সাংবাদিকদেরও বলেন।
এদিন আওয়ামী লীগ নেতা শাজাহান খান আজও আদালতে প্রবেশের আগে ভাঙচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শাজাহান খান আজও আদালতে ভাঙচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন। কারণ এরা খুব নির্লজ্জ। ১৫ বছর মানুষকে গুম, খুন করেছে তা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই।
তিনি আরও বলেন, হত্যাকারী হিসেবে তারা আসক্ত হয়ে গেছেন। তাই তাদের লজ্জা নেই। তারা হাসুক বা পুলিশকে ধমক দিক, এতে তারা নিজেদের ফ্যাসিস্ট হিসেবে প্রমাণ করছেন। তাদের বিচার হবে। যেদিন ফাঁসি হবে, সেদিনও তারা হাসাহাসি করবেন। কিন্তু সেদিন তারা এগুলোর জবাব পাবেন।
এদিন মিরপুর, শেরেবাংলা, শাহবাগ থানায় বিভিন্ন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ব্যারিস্টার তুরিন আফরোজ, আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
]]>