প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করতে বাড়ির সামনের বারান্দায় হাজির হন সালমান। তবে প্রাণনাশের হুমকির কথা মাথায় রেখে নিরাপত্তাকর্মীরা নিরাপত্তার খাতিরে বারান্দায় বসিয়েছে বুলেট প্রুফ গ্লাস।
সে গ্লাসের সামনে দাঁড়িয়েই ভাই ও বোনের ছেলে মেয়েদের নিয়ে ভক্তদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সালমান। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে কুশল বিনিময় করেন।
এ মুহূর্তের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক রিলস ভিডিওতে শেয়ার করেছেন অভিনেতা। ক্যাপশনে লেখেন, ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক।
আরও পড়ুন: ফেসবুকে সুখবর দিলেন সালমান খান
ভিডিও প্রকাশের পরই ভক্তদের মন জয় করে নেয় ভিডিওটি। মুহূর্তেই ভিডিওটির ভিউ সংখ্যা ছাঁড়িয়েছে ৪ মিলিয়নের বেশি।
আরও পড়ুন: অগ্রিম টিকিট বিক্রিতে ঝড় তুলেছে ‘সিকান্দার’
প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সালমান খাত অভিনীত সিনেমা সিকান্দার। এ সিনেমায় প্রথমবারের মতো রাশমিকা মন্দনার সঙ্গে জুটি গড়েছেন এ মেগাস্টার।
]]>