এই বুমরাহ থাকলে কোন দল তাকে ছাড়া খেলার কথা ভাববে? কেউ এমন উদ্ভট কিছু কখনও কল্পনাও হয়তো করবে না। কিন্তু ভারতকে এখন সেটাই ভাবতে হচ্ছে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নাও পেতে পারে রোহিত শর্মা বাহিনী।
বোর্ডার গাভাস্কার সিরিজে ভারত হারলেও ৫ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন বুমরাহ। চোটের কারণে সিরিজের শেষ ম্যাচের শেষ ইনিংসে বল করতে পারেননি তিনি। ছুটতে হয়েছিল হাসপাতালেও। ওয়ার্কলোড বিবেচনায় তাকে বাদ দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে।
বুমরাহর পিঠের চোট এখনও সারেনি। কিছু কিছু প্রতিবেদন বলছে, ফুলে রয়েছে ডানহাতি পেসারের পিঠ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সেরে উঠতে মার্চ পর্যন্ত সময় লাগতে পারে। ততদিনে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষের বাঁশি বাজতে থাকবে। ৯ মার্চ শেষ হবে টুর্নামেন্ট।
আরও পড়ুন: নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যতিক্রমী দল ঘোষণার ধারা বজায় রাখল
এই অবস্থায় বুমরাহকে ১৫ সদস্যের দলে নেয়ার সম্ভাবনা কম। সত্যি হয়ে গেলে ব্যাপারটা হবে ভারতের মাথায় আকাশ ভেঙে পড়া-সম। টিম ইন্ডিয়া তাকে দলে অন্তর্ভুক্ত করে ঝুঁকি নেবে কি না, সেটা দেখার বিষয়। এমনও হতে পারে যে মূল দলে না নিয়ে রিজার্ভ হিসেবে তাকে রাখতে পারে বিসিসিআই।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আজ শেষ দিন। কিন্তু বিসিসিআই নাকি আইসিসির কাছে একটু সময় বেশি চেয়েছে। সেটা কি বুমরাহর জন্যই?