সিডনিতে শুক্রবার (৩ জানুয়ারি) শুরু হচ্ছে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট। এই মুহূর্তে সিরিজে ভারত পিছিয়ে থাকলেও সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল ভারত। রোহিত শর্মা সেই ম্যাচে না থাকায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেই ম্যাচে চমৎকার অধিনায়কত্বের পাশাপাশি দুর্দান্ত বোলিংও করেছিলেন তিনি।
সিরিজে পরের তিন ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ভারতের এই পেসার। এখন পর্যন্ত ৪ টেস্টে ৩০ উইকেট নিয়েছেন বুমরাহ। তার ধারেকাছেও নেই কেউ। সমান ম্যাচ খেলে ২০ উইকেট নিয়ে তালিকায় দুইয়ে আছেন প্যাট কামিন্স।
আরও পড়ুন: ইতিহাস গড়ে চূড়ায় বুমরাহ, অলরাউন্ডার মিরাজের অবনতি
এদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন এই সিরিজে বুমরাহ না থাকলে একপেশে একটি সিরিজ হতো।
ম্যাকগ্রা বলেন, 'সে ভারতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন এবং তাকে ছাড়া সিরিজটি আরও একপেশে হতে পারত। সে যা করে, তা বিশেষ কিছু। ভয়ঙ্কর এক তরুণ, যে মানিয়ে নেয়ার পথ খুঁজে পেয়েছে। শেষ কয়েক ধাপে সে যেভাবে বোলিংয়ে শক্তি যোগ করে, তা সত্যিই অবিশ্বাস্য।'
২০২৪ সালটা দুর্দান্ত কেটেছে বুমরাহ'র। তিন ফরম্যাট মিলিয়ে ৮৬ উইকেট নিয়েছেন তিনি। যেখানে টেস্টেই তিনি নিয়েছেন ৭১ উইকেট। র্যাঙ্কিংয়ে ভারতের ইতিহাসে সর্বোচ্চ ৯০৭ রেটিং পয়েন্ট নিয়ে আছেন শীর্ষে।