২৭ ম্যাচে এখন ৬৫ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বায়ার্নের। ওয়ার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারানো লেভারকুসেনের সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট ৫৯। পউলি ২৫ পয়েন্ট নিয়ে আছে ১৫ নম্বরে।
মোটামুটি ঘাড়ে শ্বাস ফেলেই বায়ার্ন মিউনিখের পেছনে ছুটছে লেভারকুসেন। নিজেদের ওপর চাপ কমাতে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় সেন্ট পউলির মুখোমুখি হয় বাভারিয়ানরা। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের মাত্র ১৭ মিনিটেই লিড নেয় দলটি। মিখায়েল ওলিসের পাস থেকে স্কোরশিট ওপেন করেন হ্যারি কেন।
সেন্ট পউলির সময় ভালো কাটছে না। তাদের আছে রেলিগেশনের শঙ্কা। তবে বায়ার্নের মাঠে এসে ওরা ঠিকই দেখিয়েছে চমক। ২৭ মিনিটে ইলিয়াস সাদের গোলে সমতায় ফেরে দলটি। বিরতি থেকে ফিরে সমর্থকদের বেশিক্ষণ হতাশায় রাখেনি ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৫৩ মিনিটে দৃশ্যপটে আসেন সানে। বাঁ পায়ে তার জোরালো শট রুখে দেয়ার সাধ্য ছিল না পউলি গোলরক্ষকের।
৭১ মিনিটে হ্যারি কেনের পাস থেকে স্কোরলাইন ৩-১ করেন সানে। যোগ করা সময়ে আরও একটা গোল করে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় পউলি। তবে বায়ার্নের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফেরার সৌভাগ্য হয়নি তাদের।
আরও পড়ুন: রোনালদোর জায়গায় নতুন কাউকে দেখতে চান সাবেক জার্মান তারকা
এদিকে লা লিগায় চলছে রিয়াল-বার্সা ইঁদুর-বিড়াল লড়াই। কদিন আগে শিরোপার দৌড়ে অ্যাতলেটিকো মাদ্রিদ থাকলেও এখন কিছুটা পিছিয়ে দিয়াগো সিমিওনের দল। আবারও শিরোপা দৌড়ে ফিরতে এসপানিওলের মুখোমুখি হয় রোহি ব্ল্যাঙ্কোস। প্রথমার্ধের শেষ দিকে এসে অ্যাজপিলিকুয়েতার গোলে লিড নেয় অ্যাতলেটিকো মাদ্রিদ।
দ্বিতীয়ার্ধে হতাশায় ডোবে গ্রিজম্যান-রদ্রিগো ডে পলরা। ৭১ মিনিটে পেনাল্টি থেকে এসপানিওলকে সমতায় ফেরান জাবি পাওদো। এরপর বহু আক্রমণ করেও অ্যাতলেটিকো মাদ্রিদ আর কোনো গোল পায়নি।