বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেল ইসরাইলি সেনারা!

১১ ঘন্টা আগে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রান্টিসে বিয়ে করতে কনের বাড়িতে যাওয়ার পথে বাবাসহ এক বরকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনারা।

বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর)  আওন সাফি নামে বর তারা বাবা মাজেন সাফি একটি গাড়িতে করে রামাল্লার রেন্টিস শহরে যাচ্ছিলেন।

 

প্রতিবেদনে বলা হয়, রেন্টিস শহরের প্রবেশদ্বারে আসলে ইসরাইলি সেনারা গাড়িটি আটকায় এবং তাদের প্রথমে আটক ও পরে গ্রেফতার করে নিয়ে যায়। এসময় দখলদার সেনারা গাড়ির চাবিও নিয়ে যায়।

 

আরও পড়ুন: অধিকাংশ ইসরাইলি মনে করেন পরবর্তী নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়া উচিত নয়

 

ওয়াফা বলছে, এই গ্রেফতারের ঘটনাটি ঘটে যখন পরিবারটি বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে যাচ্ছিল। এই ধরনের ঘটনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জীবনে ইসরাইলি বাহিনীর হস্তক্ষেপের আরও একটি উদাহরণ। গ্রেফতার বর ও তার বাবাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কেন আটক করা হয়েছে সে বিষয়ে কিছুই জানায়নি ইসরাইলি বাহিনী।

Israeli forces have arrested a groom and his father as they were heading to Rantis town, west of Ramallah in the occupied West Bank, to bring the bride, reports Palestinian news agency Wafa.

🔴 LIVE updates: https://t.co/va6413AiRX pic.twitter.com/CL911AZYwp

— Al Jazeera English (@AJEnglish) October 24, 2025

এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও পশ্চিম তীরের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হচ্ছে। ‘শহীদদের রাজধানী’ নামে পরিচিত জেনিন এখন ইসরাইলি সেনাদের টহলে নিস্তব্ধ। সংঘাতের বদলে টিকে থাকার নিশ্চয়তা খুঁজছে এই এলাকারা বাসিন্দারা। তারা চায় অঞ্চলটি যেন পরবর্তী গাজায় পরিণত না হয়।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন