মঙ্গলবার (২৮ অক্টোবর) ডাকযোগে নোটিশটি পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এনামুল হক নবীন।
তিনি জানান, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কালামের পরিবারকে ১০ কোটি টাকা এবং পরিবারের একজন সদস্যকে মেট্রোরেলে স্থায়ী চাকরি দেয়ার কথা বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে আইনি নোটিশে বলা হয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের ঘটনায় উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন
প্রসঙ্গত, গত রোববার (২৬ অক্টোবর) ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন। সোমবার শরীয়তপুরের নড়িয়ায় গ্রামের বাড়ি পৌঁছানোর পর তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
আরও পড়ুন: বিয়ারিং প্যাড কী, কেন বসানো হয়—কীভাবে খুলে পড়লো?
এ ঘটনায় সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা এবং পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরি দেয়ার আশ্বাস দেয়া হয়।
এদিকে মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে দায়ের করা রিটের আদেশের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত।
আরও পড়ুন: দুই সন্তান নিয়ে আমি কোথায় দাঁড়াব, কে পাশে থাকবে: কালামের স্ত্রী
মঙ্গলবার রিটের শুনানি শেষে আদেশের জন্য এ দিন নির্ধারণ করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে সোমবার (২৭ অক্টোবর) আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন।
আরও পড়ুন: মেট্রোরেল: একাধিকবার খসে পড়ল বিয়ারিং প্যাড, কী পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ?
রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভারের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিকনির্দেশনাও চাওয়া হয়েছে।

৩ সপ্তাহ আগে
১০







Bengali (BD) ·
English (US) ·