বিয়ারিং প্যাড পড়ে কালামের মৃত্যু মানতে পারছে না কেউ, গ্রামের বাড়িতে হাহাকার

৩ সপ্তাহ আগে
ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদের (৩৫) মৃত্যু হয়। তার এমন মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ক্ষতিপূরণ দাবি স্থানীয়দের।

রোববার (২৬ অক্টোবর) সরেজমিনে দেখা যায় বাড়িভর্তি লোকজন, বিছনায় বসে আহাজারি করছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে ছুটে এসেছেন স্থানীয়রা।

 

আবুল কালাম আজাদের এমন মৃত্যু নিতে পারছেন না তারা। শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে আবুল কালাম আজাদ।

 

আরও পড়ুন: নিহত যুবকের পরিবারের সদস্যকে মেট্রোরেলে চাকরি দেয়া হবে: ফাওজুল কবির

 

স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায়। ঢাকায় তিনি একটি বেসরকারি এজেন্সিতে চাকরি করতেন। তার আয়ের একটি অংশ গ্রামের বাড়িতে পাঠাতেন। রোববার বেলা ১২ টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্বজন ও এলাকাবাসীর।

 

আরও পড়ুন: মেট্রোরেল: অভিনব কৌশলে ভাড়া ফাঁকি, চক্র শনাক্ত

 

এ ঘটনায় সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ুম খান।

 

]]>
সম্পূর্ণ পড়ুন