পিএসএল স্থগিত হওয়ার আজ তৃতীয় দিন। গত শুক্রবার (৯ মে) এক বিবৃতিতে টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় পিসিবি। তবে স্থগিতাদেশ আসার কয়েক ঘণ্টা আগেও এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা ছিল। হঠাৎ এমন কী হয়েছিল যে সে সিদ্ধান্তও বাতিল করতে হয়েছিল তাদের? ২ দিন পর এই বিষয়ে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার পরপরই পিএসএল আরব আমিরাতে নিয়ে যাওয়ার জন্য দেশটির ক্রিকেট বোর্ডকে অনুরোধ করে পিসিবি। শুরুতে পিসিবির সেই প্রস্তাবে রাজি হয়ে যায় আমিরাত ক্রিকেট বোর্ড। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আমিরাত ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত পরিবর্তনের নেপথ্যে আছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ড আপত্তি করাতেই নাকি পিএসএল আয়োজন থেকে সরে আসে আরব আমিরাত।
আরও পড়ুন: কারান এবং মিচেলকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য অনুশোচনা প্রকাশ রিশাদের
আমিরাত ক্রিকেট বোর্ডের এক কর্তার বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, পিএসএল আয়োজন থেকে সরে আসার পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের হাত ছিল। বিসিসিআই এবং জয় শাহের প্রতি আন্তরিকতার অংশ হিসেবে এমনটা করেছে বলে জানিয়েছেন ইসিবির এক কর্মকর্তা। তিনি ক্রিকবাজকে বলেন, 'এটা আমাদের কাছে বিসিসিআই এবং জয় ভাইয়ের (জয় শাহ) প্রাপ্য ছিল।'
ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে গত কয়েক বছরে সম্পর্ক বেশ ভালো হয়েছে ইসিবির। তিন বার আইপিএলের আসর আয়োজনের সুযোগ পেয়েছে দেশটি। এছাড়া সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেলের ম্যাচগুলোও সেখানে খেলেছে ভারতীয় দল।
]]>