বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জের দায়িত্বে ফিরলেন শাহরিয়ার নাফীস

৩ সপ্তাহ আগে
বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জের দায়িত্বে ফিরেছেন শাহরিয়ার নাফীস। দীর্ঘদিন এই পদে কাজ করার পর তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অন্য কোনো দায়িত্বে। লম্বা সময় পর আবারও ফিরলেন সেই পদে।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি থেকে বোর্ডের সাথে নতুন পরিচয়ে কাজ শুরু করেন শাহরিয়ার নাফীস। ক্রিকেট অপারেশনসে ডেপুটি ম্যানেজার হিসেবে যোগ দেন সাবেক এই অধিনায়ক। পরের বছর ১ জুলাই ক্রিকেট অপারেশনসের ইনচার্জ পদে উন্নীত হন নাফীস। 

 

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে যে বিশ্ব রেকর্ড হাতছানি দিচ্ছে বাবর আজমকে

 

গত আগস্টে ক্রিকেট অপারেশনস থেকে সরিয়ে নাফীসকে পাঠানো হয় এইচপি (হাই পারফর‌ম্যান্স) বিভাগে। ক্রিকেট অপারেশনসের ইনচার্জ পদে তখন বসানো হয়েছিল জামাল বাবুকে। 

 

দীর্ঘদিন পর ফের নিজের পুরোনো দায়িত্বে ফিরলেন শাহরিয়ার নাফীস। বোর্ডের মানবসম্পদ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। এর বাইরেও তাকে দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। বাংলাদেশ টাইগার্সের ইনচার্জ পদেও কাজ করবেন তিনি। 

 

আরও পড়ুন: আইয়ারের শারীরিক অবস্থার খবর জানালেন সূর্যকুমার

 

জাতীয় দলের হয়ে লম্বা সময় ক্রিকেট খেলেছেন শাহরিয়ার নাফীস। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের জার্সিতে ১০০ ম্যাচ খেলেছেন নাফীস। ৫টি সেঞ্চুরির সাথে নামের পাশে আছে ২০টি হাফ-সেঞ্চুরি।

]]>
সম্পূর্ণ পড়ুন