সোমবার (৩ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির নতুন কমিটির দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয়। প্রায় ৭ ঘণ্টার লম্বা সভা শেষে সংবাদ সম্মেলনে রাজ্জাকের টিম ডিরেক্টর হওয়ার খবর গণমাধ্যমকে জানান বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন।
জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগেও যুক্ত ছিলেন রাজ্জাক। বিসিবি নির্বাচনে অংশ নেয়ার আগে জাতীয় দলের নির্বাচক ছিলেন তিনি। এবার যোগ দিলেন নতুন দায়িত্বে। যারা সরাসরি জাতীয় দলে খেলেছেন, ক্রিকেটীয় ব্যাপারে তাদেরকে আরও সংযুক্ত করার চেষ্টা থেকেই রাজ্জাককে এই পদে বসানো হয়েছে বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে আসা বিসিবি পরিচালকরা।
আরও পড়ুন: আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের ব্যাটিং কোচ আশরাফুল
এদিকে, রাজ্জাকের পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজে বিশেষ দায়িত্ব পেয়েছেন আশরাফুলও। এই সিরিজে দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার।
আয়ারল্যান্ড সিরিজে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচের একটি সিলেটে এবং অন্যটি ঢাকায় অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টির সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামে। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হবে প্রথম টেস্ট।

৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·