বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

৩ দিন আগে
খুলনায় ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রেলপথ অবরোধ করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে দৌলতপুরের বিএল কলেজ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

 

অবরোধ চলাকালে সন্ধ্যার পরে বিক্ষোভকারীরা রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে, অ্যাডমিট কার্ডের ফটোকপি পুড়িয়ে এবং পিএসসির চেয়ারম্যানের ছবিতে আগুন ধরিয়ে প্রতিবাদ জানান। পাশাপাশি তারা পরীক্ষা পেছানোর দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
 

অবরোধের ফলে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর স্টেশনে আটকা পড়ে। বিকেল সাড়ে চারটায় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সাগরদারি এক্সপ্রেস স্টেশন ছাড়তে পারেনি।

আরও পড়ুন: ‘বানৌজা বিশখালি’ যুদ্ধজাহাজ দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা


আন্দোলনকারীরা বলেন, পূর্বের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হলেও এবার মাত্র ২ মাস সময় নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক। তাদের দাবি ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিতের বিশাল সিলেবাস সম্পন্ন করা সম্ভব নয়। 

 

তারা আরও বলেন, বিসিএস পরীক্ষায় দুই ধরনের প্রতিযোগী অংশ নেন, অভিজ্ঞ প্রার্থীরা, যারা আগেও লিখিত দিয়েছেন; এবং নতুন প্রার্থীরা, যারা প্রথমবারের মতো লিখিত পরীক্ষা দেবেন। এ অবস্থায় নতুনদের জন্য এত স্বল্প সময় অন্যায্য।
 

পিএসসি পরীক্ষার সময় পুনর্নির্ধারণ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন