রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগের ইনিংসে ১০২ রান করেছিলেন পূর্বাঞ্চলের দিলারা দোলা। তাদের ৩৫৪ রানের জবাবে মুরশিদা করলেন ১২২ রান। ২১৯ বলে ১৬ চারে ইনিংস সাজিয়ে অপরাজিত রইলেন তিনি। তাতে তার দল ২ উইকেটে তুলেছে ২৪২ রান। প্রতিযোগিতার প্রথম সেঞ্চুরিয়ান নিগার সুলতানা জ্যোতি ৬৪ রান নিয়ে অপরাজিত। মধ্যাঞ্চল এখনও পিছিয়ে ১১২ রানে।
আরও পড়ুন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
প্রথম বার বসা মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আগের সব কটি সেঞ্চুরিও এই ভেন্যুতে। গত সপ্তাহে জ্যোতির ১৫৩ রানের পর একই ম্যাচে উত্তরাঞ্চলের ফারজানা হক পিংকী করেছিলেন ১০২।
আরও পড়ুন: ভারতের কাছে হেরে শিরোপা খোয়ালো বাংলাদেশ
ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে আরেক ম্যাচে দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৫ উইকেট পেয়েছেন উত্তরাঞ্চলের জান্নাতুল ফেরদৌস সুমনা। ২২ ওভারে ৫ উইকেট নিতে তিনি খরচ করেন ১০৫ রান। তাতে ২৩৮ রানের জবাবে দক্ষিণাঞ্চলের ইনিংস থেমেছে ২২০ রানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান নিয়ে দিন শেষ করেছে উত্তরাঞ্চল। তাদের লিড ১১৩ রানের।