‘বিশ্রী’ চেহারায় শ্যামা সুন্দরী খাল, সংস্কারে বরাদ্দ ১৫ কোটি!

১ সপ্তাহে আগে
সমন্বিত উদ্যোগের অভাবে অস্তিত্ব সংকটে রংপুরের শতবর্ষী শ্যামা সুন্দরী খাল। নানা সময় খালটির সংস্কারে কোটি কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসেনি। যদিও নতুন করে আরও ১৫ কোটি টাকার প্রকল্প নেয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে গবেষকরা বলছেন, সমন্বিত উদ্যোগ না নিলে এ প্রকল্প কোনো কাজে আসবে না।

জানা যায়, রংপুর নগরীর ভেতর দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খালের দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। একসময় শহরের পানি নিষ্কাশনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একইসঙ্গে পরিণত হয়েছে মশা-মাছির প্রজনন ক্ষেত্রে।


আগে খালটির প্রশস্ততা ছিলো একশ ফুট ও গভীরতা ছিল ৪০ ফুট। দখল আর দূষণে এখন তা সরু নালায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর আগে ২০০৯ সালে ১২ কোটি ও ২০১২ সালে খালটি খনন ও সংস্কারে ব্যয় হয় ২৪ কোটি ৮০ লাখ টাকা। অথচ এর সুফল পাননি নগরবাসী।


নগরীর ২০নং ওয়ার্ডের বাসিন্দা সেলিম বলেন, ‘হালকা বৃষ্টিতে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় মশার উৎপাত বেড়েই চলেছে। মশার উৎপাতে দিনে কিংবা রাতে বসা যায় না। অধিকাংশ সময়ই কয়েল জ্বালানো এখন স্বাভাবিক কাজে পরিণত হয়েছে। মশার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ।’

আরও পড়ুন: বাগেরহাট পৌরসভার ৫ খাল বেদখল, উদ্ধারে উদ্যোগ নেই!

নগরীর সেনপাড়া এলাকার বাসিন্দা মুজিবুর রহমান বলেন, ‘সারা বছর শুনে আসছি শ্যামা সুন্দরী সংস্কার করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কার আমরা দেখি নাই। দুই পারে প্রভাবশালীরা দখল করে নানা স্থাপনা তৈরি করেছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় পুরা শ্যামা সুন্দরী আবর্জনায় ভরে গেছে অথচ দেখার কেউ নাই।’


কেরানি পাড়ার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘এই শ্যামা সুন্দরী আমাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। অথচ একের পর এক জনপ্রতিনিধি এলো গেলো কেউ শ্যামা সুন্দরীর কোনো পরিবর্তন ঘটাইলো না।’


এদিকে নতুন করে খালটির সংস্কারে ১৫ কোটি টাকার প্রকল্প নেয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেখানে শ্যামা সুন্দরী সংস্কারের পাশাপাশি দুপাশে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।


রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান সময় সংবাদ বলেন, ‘প্রথমিকভাবে শ্যামা সুন্দরী পরিষ্কারের পাশাপাশি দুপাশে গাছ লাগানো হবে। এরপর স্টাডি করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শ্যামা সুন্দরীর স্থায়ী সমাধানে কাজ করা হবে।’

আরও পড়ুন: সিরাজগঞ্জে ৪ বছরেও হয়নি সেতুর সংযোগ সড়কের কাজ

তবে রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ সময় সংবাদকে বলেন, ‘শ্যামা সুন্দরী নিয়ে সমন্বিত উদ্যোগ না নেয়া গেলে এ প্রকল্প কোনো কাজে আসবে না।’


তিনি বলেন, ‘শ্যামা সুন্দরীর সংস্কার একা জেলা প্রশাসন, সিটি করপোরেশন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষে সম্ভব না। এ কাজের জন্য সমন্বিত প্রকল্প নিতে হবে। যেখানে পরিবেশ থেকে শুরু করে সিটি করপোরেশন, এলজিইডিসহ সংশ্লিষ্ট সবাইকে মিলে একটা প্রকল্প নিতে হবে। তবেই কেবল শ্যামা সুন্দরী রক্ষা পেতে পারে।’

]]>
সম্পূর্ণ পড়ুন