বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক সোনাজয়ী মারা গেছেন

৩ সপ্তাহ আগে
বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত অলিম্পিক স্বর্ণপদকজয়ী চার্লস কস্ত মারা গেছেন। ১৯৪৮ এর লন্ডন অলিম্পিকে সোনা জেতা ফরাসি এই সাইক্লিস্ট ১০১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।

কস্ত ১৯৪৮ লন্ডন অলিম্পিকে ট্র্যাক সাইক্লিংয়ের 'টিম পারস্যুট' ইভেন্টে পিয়েরে আদাম, সের্জ ব্লুসোঁ এবং ফার্নাঁ দেকানালির সঙ্গে স্বর্ণপদক জয় করেছিলেন। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনি পৃথিবীর যাত্রা শেষ করেন।


হাঙ্গেরির জিমন্যাস্ট অ্যাগনেস কেলেতির (যিনি ২০২৫ সালের ২ জানুয়ারি ১০৩ বছর বয়সে মারা যান) মৃত্যুর পর থেকেই কস্ত ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত অলিম্পিক স্বর্ণজয়ী। কস্ত ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে মশাল বহনকারীদের একজন ছিলেন।

 

আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার


তার ক্রীড়া জীবনের অন্যতম সেরা সাফল্যের মধ্যে রয়েছে ১৯৪৯ সালের গ্রঁ প্রি দে নাসিওঁস, যেটি ছিল ১৪০ কিলোমিটার দীর্ঘ একটি টাইম ট্রায়াল প্রতিযোগিতা, সেখানে তিনি ট্যুর দ্য ফ্রান্স ও জিরো দ’ইতালিয়া চ্যাম্পিয়ন ইতালির ফাউস্তো কোপিকে পরাজিত করেছিলেন।


কস্তের মৃত্যুর পর তাকে শ্রদ্ধা জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন।

]]>
সম্পূর্ণ পড়ুন