আগের মতোই ই-সিগারেট ও ভ্যাপ নিষিদ্ধ থাকছে বলেও জানা গেছে। ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্য তামাক সম্পূর্ণ নিষিদ্ধ। মালদ্বীপ হলো বিশ্বের প্রথম দেশ যেখানে প্রজন্মভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
মালদ্বীপ এখন বিশ্বের প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং প্রথম দেশ হিসেবে এমন এক প্রজন্মভিত্তিক তামাক নিষেধাজ্ঞা কার্যকর করেছে, যার মাধ্যমে ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ আজীবনের জন্য তামাকজাত দ্রব্য কেনা, ধূমপান করা বা ব্যবহার করা থেকে বিরত থাকবে।
আরও পড়ুন: ওমরাহ করতে যাওয়ার আগেই কাটতে হবে রিটার্ন টিকিট
এই আইন শনিবার থেকে কার্যকর হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এর সম্পূর্ণ বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে।
দক্ষিণ এশিয়ার এই দ্বীপদেশ এখন খুচরা বিক্রেতাদের বাধ্য করছে তামাক বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে, যাতে ২০০৭ সালের পর জন্ম নেওয়া প্রজন্ম স্থায়ীভাবে তামাক পণ্য থেকে দূরে থাকে। নিষেধাজ্ঞাটি সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য, এবং এটি পূর্ববর্তী ই-সিগারেট ও ভ্যাপ নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে তৈরি, যা সব বয়সের নাগরিকের জন্যই প্রযোজ্য।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় পাঁচ লাখ জনসংখ্যার এই দেশে এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় নেয়া পদক্ষেপ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, মালদ্বীপে ১৫ বছরের ঊর্ধ্বে প্রায় ২৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে, আর ১৩ থেকে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে এই হার প্রায় ৫০ শতাংশ (২০২১ সালের জরিপ অনুযায়ী)। WHO তামাককে বিশ্বের অন্যতম মারাত্মক জনস্বাস্থ্য হুমকি হিসেবে বর্ণনা করেছে, যা প্রতিবছর প্রায় ৭০ লক্ষ মানুষের মৃত্যু ঘটায়। এই উদ্যোগের মাধ্যমে মালদ্বীপ শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং পুরো বিশ্বের জন্য এক উদাহরণ স্থাপন করলো—যেখানে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকমুক্ত রাখার সংকল্প বাস্তবে রূপ পেয়েছে।
]]>
২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·