বিশ্বের ধনী শহরের তালিকা থেকে যে কারণে পেছাল সিউল

১ সপ্তাহে আগে
বিশ্বের ৫০টি ধনী শহরের তালিকা থেকে কয়েক ধাপ পিছিয়ে গেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তালিকায় উঠে এসেছে এ তথ্য।

দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব স্পষ্ট হলো ধনী শহরের তালিকায়। চলতি মাসে প্রকাশিত বিশ্বের ধনী শহরের তালিকা থেকে রাজধানী সিউলের পতন হয়েছে পাঁচ ধাপ।

 

বিশ্বের শীর্ষ ৫০ ধনী শহরের তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বিনিয়োগ ও অভিবাসন পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। এতে দেখা যায়, গত বছর তালিকায় ১৯তম স্থানে থাকা সিউল পাঁচ ধাপে নেমে এবার জায়গা পেয়েছে ২৪-এ। যেটি তালিকায় অন্তর্ভুক্ত ৫০টি শহরের মধ্যে সবচেয়ে বড় পতন।

 

তালিকা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিউলে ১০০ মিলিয়ন ডলারের বেশি সম্পদ থাকা ব্যক্তির সংখ্যা ১৯৫ থেকে কমে ১৪৮ এ দাঁড়িয়েছে। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিউলে ২৮ শতাংশ বাসিন্দা মিলিয়নিয়ার থাকলেও, ২০২৪ সালে তা ১৭ শতাংশে নেমেছে। আর এই বিপর্যয়ের প্রভাব পড়েছে দেশটির ছোট-বড় কোম্পানিগুলোতেও। 

 

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় আগাম প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা

 

গত বছর থেকে মার্কিন ডলারের বিপরীতে কোরিয়ার মুদ্রার দাম কমে যাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

 

এদিকে ধনী শহরের তালিকায় সিউলের পতনের কারণ হিসেবে সম্পদের বহির্গমনকেও চিহ্নিত করেছে দ্য কোরিয়া হেরাল্ড।

]]>
সম্পূর্ণ পড়ুন