২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। তবে এর মধ্যে অবাক করা ব্যাপার হলো, এই ৪৮ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। সেই ৬ জনের মধ্যে আবার পাঁচজনের জন্মস্থান একই প্রদেশে!
কিন্তু ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে-অফে ওঠা দলগুলোর মধ্যে কোনো দলের কোচই আর্জেন্টাইন নন। অর্থাৎ, বিশ্বকাপে এখন পর্যন্ত যে ৪২টি দেশ জায়গা নিশ্চিত করেছে; তাদের মধ্যে ৬ দেশের কোচ আর্জেন্টাইন।
আরও পড়ুন: উচ্চ দাম সত্বেও ২৪ ঘণ্টায় ৫০ লাখ টিকিটের আবেদন
আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে ফুটবল খুবই জনপ্রিয়। সেই প্রদেশ থেকেই বেশ কিছু কিংবদন্তি পেয়েছে আর্জেন্টিনা। এই প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।
২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডাগআউটে থাকবেন আর্জেন্টাইন কোচ মারিসিও পচেত্তিনো। ছবি: রয়টার্স
অতীতেও আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশ থেকে উঠে এসেছে অনেক কিংবদন্তি কোচ। আর্জেন্টিনাকে ১৯৭৮ সালের বিশ্বকাপ জেতানো প্রয়াত কোচ সিজার লুইস মেনোত্তির জন্মস্থান রোজারিওতে। আর্জেন্টিনাকে ২০২২ সালের বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনির জন্মও এই প্রদেশের পুহাতো শহরে।
আরও পড়ুন: ‘মেসি নাকি হৃত্বিক রোশন’–ভাস্কর্য নিয়ে কলকাতাবাসীর ট্রল
আগামী বিশ্বকাপে কলম্বিয়া ইতোমধ্যে জায়গা করে নিয়েছে। সেই দলের কোচ আর্জেন্টিনার নেস্তর লরেঞ্জো। উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাচ্চেচে, প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলভারো, যুক্তরাষ্ট্রের কোচ মারিসিও পচেত্তিনো ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি— এই ৬ জনের মধ্যে কেবল কলম্বিয়ার কোচ লরেঞ্জোর জন্মই বুয়েনস এইরেসের ভিলা সেলিনায়। তাছাড়া বাকি পাঁচ জনের জন্মই আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশে।
সান্তা ফে’র পাঁচ কোচের মধ্যে বিয়েলসা ও বেকাচ্চেচে রোজারিওর স্থানীয়। বিয়েলসা খেলেছেন রোজারিওর ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে। এটা তার তৃতীয় বিশ্বকাপ। অন্যদিকে রোজারিওর ঘরোয়া ফুটবলে খেলে ক্যারিয়ার শুরু করা বেকাচ্চেচের কোচিং ক্যারিয়ারে ইকুয়েডরই প্রথম জাতীয় দল। প্যারাগুয়ের কোচ গুস্তাভোর জন্ম সান্তা ফে’র রাফয়েলা শহরে। আর পচেত্তিনোর জন্ম একই প্রদেশের মার্ফি শহরে।
]]>
৩ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·