ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, সদ্য নেটদুনিয়ায় ভাইরাল হওয়া আরিয়ানের বিতর্কিত ভিডিওটি গত ২৮ নভেম্বরের। ওই দিন ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে বেঙ্গালুরুতে যান আরিয়ান। সফরের মাঝে অশোকনগর পুলিশ স্টেশনের সীমানার মধ্যে অবস্থিত একটি পাব-এ তাকে দেখা যায়।
সেখানে কন্নড় অভিনেতা জায়েদ খানসহ কয়েকজন প্রভাবশালী বন্ধুর সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান। এ সময় পাবের সামনে অনেক ভক্তের ভিড় জমে। সন্ধ্যার সে মুহূর্তে প্রথমে দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান শাহরুখপুত্র। এরপরই ঘটান অঘটন।

ভিডিওতে দেখা যায়, জনতার উদ্দেশে হাত নাড়ানোর পরই মধ্যমা আঙুল প্রদর্শন করেন আরিয়ান। সে মুহূর্তের ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। নেটিজেনদের দাবি, অবিলম্বে আরিয়ানের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিক পুলিশ।
আরও পড়ুন: রাজ-সামান্থার বিয়ের পরই সততা নিয়ে পোস্ট নাগার!
এদিকে সমালোচনার ঝড়ে আরিয়ানের ভিডিও ফুটেজটি যেভাবে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে তার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি আরিয়ান খান।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ /‘ধুরন্ধর’ সিনেমা জরুরি ভিত্তিতে পর্যালোচনা করবে ভারতীয় সেনাবাহিনী!
প্রসঙ্গত, পাব বিতর্কের আগে ২০২১ সালে একটি ক্রুজ পার্টিতে মাদক মামলায় গ্রেফতার হন জনপ্রিয় এ তারকা সন্তান। ভারতজুড়ে এ খবর তোলপাড় শুরু করলে কয়েক সপ্তাহ জেল হেফাজতে ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সে মামলা থেকে অব্যাহতি পান আরিয়ান খান।
]]>
১ দিন আগে
৫





Bengali (BD) ·
English (US) ·