বিশ্বকাপে জায়গা করে নিল ইরান

৩ সপ্তাহ আগে
ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেই বিশ্বকাপের টিকিট কাটে তারা।

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও মেহেদি তারেমির জোড়া গোলে হার এড়ায় ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল ইরান। ৮ ম‍্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার এখনও ভালো সুযোগ আছে উজবেকিস্তানেরও।


আরও পড়ুন: দ. আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা 

 

🇮🇷 Iran Qualifies for 2026 FIFA World Cup

Team Melli secured a spot in the 2026 FIFA World Cup with a 2-2 draw against Uzbekistan on Tuesday, two weeks before the end of the qualifiers.@presstvsports pic.twitter.com/8LR8bgw7iO

— Press TV Sports (@presstvsports) March 25, 2025


এনিয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল ইরান। গেল তিন বিশ্বকাপ (২০২২, ২০১৮ এবং ২০১৪) ছাড়াও ২০০৬, ১৯৯৮ এবং ১৯৭৮ সালের বিশ্বকাপ খেলেছিল দলটি।


এর আগে তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করে এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড। আয়োজক দল ছাড়া তৃতীয় দল হিসেবে জায়গা নিশ্চিত করে ইরান। এছাড়াও দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।

]]>
সম্পূর্ণ পড়ুন