আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের ক্রিকেটের সবচেয়ে জাকজমকপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঠিক তার আগের দিনে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে। ঢাকা ক্যাপিটালস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে বিষয়টি নিশ্চিত করেছে।
সেই ফেসবুক পোস্টে লেখা হয়েছে, 'ঢাকাইয়ারা, তোমরা বড় নাম চেয়েছিলে, এবং এখানে তারা। বিশ্বচ্যাম্পিয়ন, বড় নাম। জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারে নতুন সংযোজন।
আমরা তোমাকে পেয়ে আনপন্দিত, জেসন রয়।'
আরও পড়ুন: লিটনই আমাদের মূল খেলোয়াড়: পেরেরা
এবারের বিপিএলে ঢাকার হয়ে খেলার কথা ছিল পাকিস্তানের তরুণ সেনসেশান সাইম আইয়ুবের। কিন্তু এই ওপেনারকে অনাপত্তি পত্র দেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে দলের বিদেশি ওপেনারকে নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছে ঢাকা। এমন অনিশ্চয়তার মধ্যেই বিশ্বকাপজয়ী ইংলিশ ওপেনারকে দলে ভেড়ানোর ঘোষণা দিল ফ্র্যাঞ্চাইজিটি।
তবে রয় এখনো দলের সঙ্গে যোগ দেননি। শিগগিরই ঢাকা শিবিরে তিনি যোগ দেবেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এদিকে, শেষ মুহূর্তে অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকেও দলে টেনেছে ঢাকা। বিপিএলের ড্রাফটে দল না পাওয়া এই অলরাউন্ডার প্রথমবারের মতো আয়োজিত এনসিএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন। সেই পারফরম্যান্স শেষ মুহূর্তে তাকে বিপিএলে জায়গা করে দিল।
আরও পড়ুন: বিপিএলের টিকিট বিক্রিতে বিশৃঙ্খলা
দেশি: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, আলাউদ্দিন বাবু ও হাবিবুর রহমান।
বিদেশি: থিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি, জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।