টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য উপ-আঞ্চলিক পর্বের বাছাই চলছে অনেকদিন ধরে। লাতিন অঞ্চল থেকে এই বাছাইয়ে অংশ নিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনাও। আজ (বুধবার) রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে এই দুই দল।
লাতিন অঞ্চলের উপ আঞ্চলিক বাছাই পর্বে আজ রাত ১১টা ৩০ মিনিটে সুরিনামের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের পঞ্চম ম্যাচ।
অন্যদিকে, নিজেদের চতুর্থ ম্যাচে তুলনামূলক শক্তিশালী বারমুডার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়।
আরও পড়ুন: তামিম ইকবালের চট্টগ্রামকে পাত্তাই দিল না রংপুর
আজকের ম্যাচ ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। এবারের উপ আঞ্চলিক বাছাইয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে দুটিতে জিতেছে আর্জেন্টিনা। একটি ম্যাচ মাঠে গড়ায়নি। আর বাকি একটি ম্যাচে হেরেছে তারা। ৪ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা।
ব্রাজিল এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে ২টিতে হেরেছে। ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ৯ দলের আসরে পয়েন্ট তালিকার সাতে আছে তারা।
]]>