মঙ্গলবার (২২ এপ্রিল) নারী ক্রিকেটের হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ব্যাটিংয়ে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন শারমিন আক্তার, রিতু মনি ও মারুফা আক্তার। বোলারদের মধ্যে ক্যারিয়ার-সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়েছেন নাহিদা আক্তার, রাবেয়া খান ও মারুফা আক্তার।
বিশ্বকাপের বাছাইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন নাহিদা আক্তার। তবে বোলিংয়ে ছিলেন বেশি উজ্জ্বল। ৪ উইকেট নিয়ে র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে উঠেছেন ১০ নম্বরে। তার রেটিং পয়েন্ট এখন ৬১৮, যা তার ক্যারিয়ার সর্বোচ্চ।
বাছাইপর্বে ৬ উইকেট নিয়ে র্যাঙ্কিয়ে ২২ নম্বরে উঠেছেন রাবেয়া খান। তার রেটিং পয়েন্ট এখন ৫১২। পয়েন্ট এবং র্যাঙ্কিং, দুটোতেই নিজের ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন এই স্পিনার। লেগ স্পিনার ফাহিমা ২ ধাপ এগিয়ে উঠেছেন ৪৬ নম্বরে।
মারুফা ১১ ধাপ এগিয়ে ৪৯ নম্বর র্যাঙ্কিংয়ে উঠেছেন। তারও রেটিং পয়েন্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৩৯২। মারুফার উন্নতি হয়েছে ব্যাটিংয়েও। ৬ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন এই পেসার।
আরও পড়ুন: বড় লিডের আশা নিয়ে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ
ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখিয়ে ৮ ধাপ এগিয়েছেন শারমিন আক্তার। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে আছেন তিনি। বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৬ রান করেছেন এই ব্যাটার।
টুর্নামেন্টের শুরুতে ব্যাট হাতে দাপট দেখিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। তবে শেষদিকে তেমন হাসেনি তার ব্যাট। আর তাই দুই ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমেছেন টাইগ্রেস অধিনায়ক। আরেক ব্যাটার রিতু মনি ১৫ ধাপ এগিয়ে উঠেছেন ৭৩ নম্বরে।
]]>