বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির প্রাথমিক কাজ শেষ: প্রধান বিচারপতি

১ সপ্তাহে আগে
সম্প্রতি সরকারের সহায়তায় আদালতগুলোতে নতুন বিচারকের পদ তৈরি হয়েছে, যা অদূর ভবিষ্যতে মামলাজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ উদ্যোগে শনিবার (১২ এপ্রিল) খুলনার হোটেল সিটি ইন’র কনফারেন্স কক্ষে এক রিজিওনাল সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিশেষায়িত বাণিজ্যিক আদালত তৈরির জন্য প্রাথমিক কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের সংস্কারে প্রণীত রোডম্যাপ বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে সহযোগিতা করছে।

 

তিনি জানান, এই সহযোগিতার ফলেই উচ্চ আদালতের বিচারক নিয়োগের জন্য দ্রুত অধ্যাদেশ প্রণয়ন সম্ভব হয়েছে এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের বিষয়ে আইন মন্ত্রণালয় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

 

আরও পড়ুন: বিচারক সংকট থাকবে না: আইন উপদেষ্টা

 

প্রধান বিচারপতি জানান, বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিভিন্ন সেমিনার থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে অচিরেই একটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রণয়ন শুরু হবে, যা বিচার বিভাগের আধুনিকায়নে দিকনির্দেশক হবে।

 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পরিকল্পনার সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জনগণের হারানো আস্থা ফিরে আসবে।

 

সেমিনারে সভাপতিত্ব করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী, শুভেচ্ছা বক্তব্য দেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস।

 

অনুষ্ঠানে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চীফ জুডিশিয়াল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, শ্রম আদালতের বিচারকসহ বিভিন্ন ট্রাইব্যুনালের বিচার বিভাগীয় কর্মকর্তা, সরকারি কৌঁসুলি ও পাবলিক প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন