নিজের প্রজন্মের অন্যতম সেরা ব্যাটার কেভিন পিটারসেন। নিজের দিনে বিশ্বের যেকোনো বোলারকে তুলোধুনো করতে পারতেন। স্ট্রোক খেলায় তার জুড়ি মেলা ভার। তার ব্যাটিং দেখলে মনে হতো, ক্রিকেটে বোলারদের তুলোধুনো করাই সবচেয়ে সহজ কাজ। সাবেক এই ইংলিশ ব্যাটার মনে করেন, বর্তমান যুগে ব্যাটিং করা অনেক সহজ, বিশেষ করে ২০-২৫ বছর আগে ব্যাটিং করা এখনকার চেয়ে দ্বিগুণ কঠিন ছিল বলেও দাবি তার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিটারসেন লিখেছেন, 'আমাকে গালমন্দ করবেন না, কিন্তু ২০-২৫ বছর আগের তুলনায় এখন ব্যাটিং করাটা অনেক সহজ। সম্ভবত তখন দ্বিগুণ কঠিন ছিল।'
আরও পড়ুন: রুটের পর স্টোকসের সেঞ্চুরি, শূন্য রানে ২ উইকেট ভারতের
নিজের দাবির পক্ষে যুক্তিও দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ইংলিশ ক্রিকেটার। পিটারসেন মনে করেন, তার সময় যত মানসম্মত বোলার ছিল, সেই তুলনায় এখন ওই মাপের বোলারের সংকট আছে। তার প্রজন্মের সেরা ২২জন বোলারের নাম নিয়ে তাদের মানের এখনকার ১০জন বোলারের নাম বলতে বলেছেন এই ইংলিশ কিংবদন্তি।
তিনি লিখেছেন, 'ওয়াকার, শোয়েব, আকরাম, মুশতাক, কুম্বলে, শ্রীনাথ, হরভজন, ডোনাল্ড, পোলক, ক্লুজনার, গফ, ম্যাকগ্রা, ব্রেট লি, ওয়ার্ন, গিলেস্পি, বন্ড, ভেট্টরি, কেয়ার্ন্স, ভাস, মুরালিধরন, কার্টলি, কোর্টনি এবং এই লিস্ট চলতেই থাকবে...আমি ২২টিরও বেশি নাম বলেছি। দয়া করে আধুনিককালের ১০জন বোলারের নাম বলুন যাদের সঙ্গে এদের তুলনা করা যায়।'
ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্টে ৪৭.২৮ গড়ে ৮,১৮১ রান করেছেন পিটারসেন। হাঁকিয়েছেন ২৩টি সেঞ্চুরি। ১৩৬ ওয়ানডের ক্যারিয়ারে ৪০.৭৩ গড়ে ৯ সেঞ্চুরিতে করেছেন ৪৪৪০। এছাড়া ৩৭টি টি-টোয়েন্টিতে ১৪১.৫১ স্ট্রাইকরেটে ১১৭৬ রান আছে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া এই ব্যাটারের নামের পাশে।