শনিবার ( ২৮ ডিসেম্বর) ১৬৪ ধারায় জবানবন্দি শেষে বিকেলে আদালতের নির্দেশে তাদের জেল-হাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন: উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের হালিম বেপারীর ছেলে ইসমাইল বেপারী (২৪), গৌরনদীর বাটাজোর গ্রামের নজরুল খানের ছেলে সাকিব খান (১৯) ও দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে লিটন সরদার (৩০)।
আরও পড়ুন: মাদারীপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
গ্রেফতারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
এ ঘটনায় নিহতের বাবা সবুজ সরদার জানান, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাতে বাড়ির পাশের কিশোর সরকারের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখতে গিয়ে শিশু তাছলিমা রহস্যজনকভাবে নিখোঁজ হয়।
আরও পড়ুন: গণধর্ষণে পর ইউপি সদস্যের মুখে বিষ ঢেলে হত্যা: ছেলের মামলায় আসামি ৬
গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শারমিন সুলতানা রাখি জানান, গ্রেফতারদের মধ্যে ইসমাইল বেপারী ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, গৌরনদী উপজেলার বাটাজ্যের ইউনিয়নের দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের একটি ডোবা থেকে গত ২৪ ডিসেম্বর সকালে শিশু তাছলিমা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করে পুলিশ। তাছলিমা ওই গ্রামের সবুজ সরদারের মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলো। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।