সব ধরম্নের নেতিবাচকতাকে পেছনে ফেলে সোমবার (৩০ ডিসেম্বর) মাঠে গড়াচ্ছে বিপিএল। মাঠের লড়াইয়ে প্রস্তুত সাত দল। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে ৩৯দিন ধরে চলবে শিরোপার লড়াই। দীর্ঘ এই ক্রিকেটযজ্ঞে দলগুলোর স্কোয়াডে পরিবররত্ন আসবে স্বাভাবিকভাবেই। তার আগে দেখে নেয়া যাক কোন দলের স্কোয়াডে আছেন কারা। দলগুলোর কোচিং স্টাফেই বা আছেন কারা।
ফরচুন বরিশাল:
অধিনায়ক: তামিম ইকবাল
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, রিশাদ হোসেন, রিপন মণ্ডল, তাঞ্জিভ ইসলাম, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, প্রিতম কুমার, ইকবাল হোসেন ইমন।
বিদেশি খেলোয়াড়: দাউদ মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহানদাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাতুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান) ও শাহিন আফ্রিদি (পাকিস্তান)
কোচিং প্যানেল: মিজানুর রহমান (প্রধান কোচ), নাফিস ইকবাল (ব্যাটিং কোচ), হুমায়ুন কবির (সহকারী কোচ), শাহিন হোসেন (ফিল্ডিং কোচ) এবং সাব্বির খান (ম্যানেজার)।
আরও পড়ুন: বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল
রংপুর রাইডার্স:
অধিনায়ক; নুরুল হাসান সোহান
দেশি ক্রিকেটার: নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফ হাসান, সাইফউদ্দিন, শেখ মেহেদী, রকিবুল হাসান, কামরুল ইসলাম, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা, আজিজুল হাকিম তামিম, ইরফান শুক্কুর, তৌফিক খান।
বিদেশি ক্রিকেটার: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ইফতিখার আহমেদ (পাকিস্তান), সেদিকুল্লাহ আতাল (আফগানিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), কার্টিস ক্যামফার (আয়ারল্যান্ড), স্টিভেন টেলর (যুক্তরাষ্ট্র) ও আকিফ জাভেদ (পাকিস্তান)।
কোচিং প্যানেল: মিকি আর্থার (প্রধান কোচ), শাহরিয়ার নাফীস (ব্যাটিং কনসালট্যান্ট), মোহাম্মদ আশরাফুল (সহকারী কোচ), মোহাম্মদ রফিক (স্পিন কোচ ও মেন্টর) ও ফাহিম আমিন (ফিল্ডিং কোচ)।
ঢাকা ক্যাপিটালস:
অধিনায়ক: থিসারা পেরেরা
দেশি ক্রিকেটার: লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, শাহদাত হোসেন, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম, মেহেদী হাসান রানা, নাজমুল ইসলাম, আসিফ হাসান, রহমতউল্লাহ আলি, হাবিবুর রহমান ও আলাউদ্দিন বাবু।
বিদেশি খেলোয়াড়: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জেসন রয় (ইংল্যান্ড), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিভেন এসকেনাজি (ইংল্যান্ড), শাহনেওয়াজ দাহনি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), জহুর খান (সংযুক্ত আরব আমিরাত), রিয়াজ হাসান (আফগানিস্তান), আমির হামজা (আফগানিস্তান), জেপি কোয়েতজি, ফারমানউল্লাহ শাফি ও শুভাম সুভাস রঞ্জনা (যুক্তরাষ্ট্র)।
কোচিং প্যানেল: খালেদ মাহমুদ (প্রধান কোচ), সাঈদ আজমল (মেন্টর), ফয়সাল হোসেন (সহকারী কোচ)।
চট্টগ্রাম কিংস:
অধিনায়ক: মোহাম্মদ মিঠুন
দেশি ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শামিম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, আলিস আল ইসলাম, মার্শাল আইয়ুব, নাঈম ইসলাম, মারুফ মৃধা। সেখ পারভেজ রহমান, নাবিল সামাদ, রাহাতুল জাভেদ, ইরফান হোসেন।
বিদেশি ক্রিকেটার: মঈন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথিউস, হায়দার আলি (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), থমাস ও'কনেল (অস্ট্রেলিয়া), গ্রাহাম ক্লার্ক (ইংল্যান্ড), লাহিরু মিলান্থা (যুক্তরাষ্ট্র), খাজা নাফি (পাকিস্তান), আলি রাজা (পাকিস্তান), জুবাইরউল্লাহ আকবারি (আফগানিস্তান), ও হুসাইন তালাত (পাকিস্তান)।
কোচিং প্যানেল: শন টেইট (প্রধান কোচ), শহিদ আফ্রিদি (মেন্টর ও শুভেচ্ছাদূত), মাহবুবুল আলম (ব্যাটিং কোচ), এনামুল হক জুনিয়র (সহকারী কোচ)।
খুলনা টাইগার্স:
অধিনায়ক: মেহেদী হাসান মিরাজ
দেশি ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাঈম শেখ, ইমরুল কায়েস, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মাহমুদ, আবু হায়দার, জিয়াউর রহমান, রুবেল হোসেন, মাহফুজুর রহমান রাব্বি।
বিদেশি ক্রিকেটার: মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), ওশান টমাস (ওয়েস্ট ইন্ডিজ), ইবরাহিম জাদরান (আফগানিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), দারভিশ রাসুলি (আফগানিস্তান) ও সালমান ইরশাদ (পাকিস্তান)।
কোচিং প্যানেল: তালহা জুবায়ের (প্রধান কোচ), নাসিরুদ্দিন ফারুক (ব্যাটিং কোচ), মামুনুর রশিদ (সহকারী কোচ) মোহাম্মদ সেলিম (ফিল্ডিং কোচ) ও মহসিন শেখ (অ্যানালিস্ট)।
দুর্বার রাজশাহী:
অধিনায়ক: এনামুল হক বিজয়
দেশি ক্রিকেটার: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), আকবর আলি, জিশান আলম, ইয়াসির আলি, সাব্বির হোসেন, মোহর শেখ, সানজামূল ইসলাম, হাসান মুরাদ, এসএম মেহেরব হাসান, মিজানুর রহমান।
বিদেশি ক্রিকেটার: রায়ান বার্ল (জিম্বাবুয়ে), মোহাম্মদ হারিস (পাকিস্তান), সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন (শ্রীলঙ্কা), আরাফাত মিনহাজ (পাকিস্তান) ও সালমান মির্জা।
কোচিং প্যানেল: এজাজ আহমেদ (প্রধান কোচ), রাও ইফতিখার (সহকারী কোচ)।
আরও পড়ুন: বিপিএল শুরুর আগেই সূচিতে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্স:
অধিনায়ক: আরিফুল হক
দেশি ক্রিকেটার: আরিফুল হক, মাশরাফী বিন মোর্ত্তজা, জাকির হাসান, জাকের আলী, রণই তালুকদার, তানজিম হাসান, আল আমিন হোসেন, রুয়েল মিয়া, নাহিদুল ইসলাম, টিপু সুলতান, মেহেদী হাসান সোহাগ, জাওয়াদ আবরার।
বিদেশি ক্রিকেটার: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জর্জ মুনসি (স্কটল্যান্ড), সামিউল্লাহ শিনওয়ারি (আফগানিস্তান), রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন জোন্স (যুক্তরাষ্ট্র), রিস টপলি (ইংল্যান্ড), জন-রাস জাগেসার (ওয়েস্ট ইন্ডিজ)।।
কোচিং প্যানেল: একেএম মাহমুদ ইমন (প্রধান কোচ), তুষার ইমরান (ব্যাটিং কোচ), সৈয়দ রাসেল (সহকারী কোচ), ডলার মাহমুদ (বোলিং কোচ), মুরাদ খান (ফিল্ডিং কোচ)।