বিপিএলের সম্ভাব্য দলের তালিকায় নোয়াখালী

৫ দিন আগে
সারা দেশের ১০টি অঞ্চলের জন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে বিভাগীয় শহর ছাড়াও রয়েছে কিছু জেলা শহর। তার মধ্যে রয়েছে নোয়াখালী। এছাড়া, বিগত আসরে যেসব অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি অংশ নিয়েছে, সেসব অঞ্চলের প্রতিনিধিত্ব চেয়ে নতুন করে আবেদন করতে পারবে।

নোয়াখালী বিভাগ চায়, নোয়াখালীবাসীর এটি প্রাণের দাবি। তবে নোয়াখালীবাসীর আন্দোলন ফলপ্রসূ হবে কি না তা সময়ই বলে দেবে। কিন্তু বিভাগের স্বাদ পাওয়ার আগেই বিপিএলে স্বাতন্ত্র্যের স্বাদ পেতে পারেন তারা।  

 

আরও পড়ুন: ৫ দল নিয়ে হলেও ডিসেম্বরে বিপিএল আয়োজন করবে বিসিবি

 

জেলা হিসেবে নোয়াখালী ছাড়াও আছে কুমিল্লা। যদিও কুমিল্লার বিভাগ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট। 

 

১০ অঞ্চল থেকে ফ্র্যাঞ্চাইজি আহ্বান করলেও ১০টি বিপিএলে ১০টি দল দেখার সম্ভাবনা খুবই কম। তবে সর্বনিম্ন পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে। 

 

আরও পড়ুন: এনসিএলের ট্রফি খুলনাকে উপহার দিতে চান মিঠুন

 

এক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিই মূলত আহ্বান জানানো হয়েছে। যারা আসবেন, তাদের সাথে বোর্ডের চুক্তি হবে পরবর্তী পাঁচটি আসরের জন্য। অর্থাৎ, বিপিএলের ১২তম থেকে ১৬তম আসর পর্যন্ত অংশ নেবে এই দলগুলো। 

 

ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হবে আরও কিছু বিষয়। তার মধ্যে অন্যতম তাদের আর্থিক অবস্থা ও প্রতিষ্ঠানের সুনাম।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন