মাঠের খেলাকে টিভি পর্দায় আরও প্রাণবন্ত করে তুলতে নিউজিল্যান্ডের প্রখ্যাত এই ধারাভাষ্যকার ড্যানি মরিসনের জুড়ি নেই। তার নাটকীয় অঙ্গভঙ্গী ও কথা বলার ধরণ একেবারেই অন্যরকম। যে কারণে ক্রিকেটবিশ্বে ধারাভাষ্যকার হিসেবে তার খ্যাতি অনেক। বিশ্বের বড় বড় আন্তর্জাতিক ম্যাচ এবং ফ্র্যাঞ্চাইজি লিগে পর্দায় তাকে দেখা যায় নানা ভূমিকায়।
আরও পড়ুন: সাবেক পাকিস্তানিকে কোচ হিসেবে নিয়োগ দিলো রাজশাহী
বিপিএলের সময় আরও কয়েকটি লিগ চলে। যে কারণে মরিসনকে অ্যাভেইলেবল পাওয়া না। তবে এবার তাকে আগেভাগেই নিয়ে নিল বিসিবি। ভিন্ন লিগে যাবেন কি না জানা না গেলেও বিপিএলে তার কণ্ঠ শোনা যাবে, তা নিশ্চিত।
শেষ পর্যন্ত বিপিএলের ধারাভাষ্য প্যানেলে কারা থাকছেন, তা জানা যাবে শীঘ্রই। তবে তার আগে মরিসনকে অন্তর্ভুক্তির খবর ইতোমধ্যে ইতোমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রোমাঞ্চ তৈরি করেছে।
আরও পড়ুন: সিলেট পর্বের মিউজিক ফেস্ট দেখা যাবে ৫০০ টাকায়
বিপিএলের এবারের আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। দেশের পট পরিবর্তনের পর সব জায়গায় চলছে সংস্কার। তারই ধারাবাহিকতায় সংস্কার হয়েছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগেও। এবার রাখা হয়েছে অফিসিয়াল মাসকট ডানা ৩৬। তিন শহর ঢাকা, সিলেট ও চট্টগ্রামে হচ্ছে মিউজিক ফেস্ট। সেইসঙ্গে হচ্ছে ট্রফি ট্যুর।
জুলাই বিপ্লব বিশেষভাবে স্থান পাবে এবারের বিপিএলে। টুর্নামেন্ট চলাকালে বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকেও দেখা যেতে পারে। আর এতসব আয়োজনে পরামর্শ দিয়ে সরাসরি বিপিএলের সাথে যুক্ত আছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
]]>