দিনে দিনে বিপিএলের রং হারিয়েছে। তারপরও ভক্ত-ক্রিকেটারদের আগ্রহ থাকে বেশ। তাইতো আসন্ন বিপিএল ঘিরে বড় পরিসরে পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু বোর্ডই নয়, এবার ক্রিকেট ভক্তদের চমকে দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলোও।
আরও পড়ুন: বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে যে চমক রাখছে বিসিবি
এবারের বিপিএলের হাওয়াটা একটু অন্যরকম। দেশের সরকার পরিবর্তন হয়েছে, বিসিবি সভাপতিও নতুন। সব নতুনের মাঝে একের পর এক চমক থাকছে ক্রিকেটপ্রেমীদের জন্য। বিপিএল শুরুর আগে এবার নতুন এক চমক দিলো চিটাগাং কিংস। তারা দলে ভিড়িয়েছে খোদ বিরাট কোহলিকে! খবরটা শুনে হয়তো অনেকেই চমকে উঠেছেন।
দেখতে হুবহু বিরাটের মতো বটে, তবে এ যে আসল বিরাট কোহলি নন। হাটা-চলা, হেয়ার স্টাইল, দাড়ির কাটিং, সবই তো এক; হঠাৎ করে তাকে দেখলে দ্বিধায় পড়ে যাবেন যে কেউ। বিরাটের মতো দেখতে এই আমরান এবারের বিপিএলে থাকবেন চিটাগাং কিংসের ডাগআউটে। ফেসবুকে পেজে এক পোস্টের মাধ্যমে আরমান নিজেই এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় পাস করলেন তামিম ইকবাল
মাসকয়েক আগে বাংলাদেশে যখন ছাত্র-জনতার আন্দোলন চলছিল, সেসময় তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছিলেন, পরে অবশ্য তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তারপর থেকে লাইমলাইটে চলে এসেছেন বিরাটের ‘ডুপ্লিকেট’ মোহাম্মদ আরমান। আর এখন তিনিই হয়ে উঠেছেন স্টার।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে বিবিএতে পড়ছেন চট্টগ্রামের এই আরমান। দুই ভাই, দুই বোনের মধ্যে তিনিই সবার বড়। একটা সময় ইস্পাহানি ক্রিকেট একাডেমিতে ভর্তিও হয়েছিলেন। কিন্তু ক্রিকেট নিয়ে খুব বেশিদূর এগোতে পারেননি। তবে তার ধ্যান জ্ঞান শুধুই ক্রিকেট।
]]>