বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ইস্যুটা অন্য যেকোনো সমস্যার চেয়ে বেশ গুরুতর। প্রতিটি আসরেই কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি অপেশাদার আচরণ করে। তাদের কাছে খেলোয়াড় এবং বিসিবির অর্থ বকেয়া থাকার অভিযোগও উঠে প্রায় আসরে। আর এসব অভিযোগের কারণে প্রায় প্রতি বিপিএলেই ফ্র্যাঞ্চাইজি বদলাতে হয় বিসিবিকে।
মুদ্রার অন্য পিঠের গল্পও অবশ্য বেশ সুখকর নয়। বিপিএলে অংশ নেয়া অনেক ফ্র্যাঞ্চাইজিকেই আক্ষেপ করতে দেখা যায় টুর্নামেন্ট থেকে পাওয়া সুবিধাদি নিয়ে। বিশ্বের অনেক দেশেই ফ্র্যাঞ্চাইজিগুলো লিগের লভ্যাংশ পেলেও বিপিএলে এখন পর্যন্ত সেটা দেখা যায়নি। তেমন লাভ হয় না দেখে অনেক প্রতিষ্ঠানই ফ্র্যাঞ্চাইজি দল নেয়া থেকে সরে গেছে। তবে এবার এই বিষয়ে উদ্যোগী হয়েছে বিসিবি৷ বিপিএলের আসন্ন আসর থেকে লভ্যাংশের ভাগ, বিজ্ঞাপন প্রচারের সুবিধা দিচ্ছে বিসিবি৷
বিসিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, এবারের বিপিএলে টুর্নামেন্টের ভেন্যু স্বত্ব, টিকিট ও টিভি স্বত্ব বিক্রির আয় থেকে ৩০ শতাংশ লভ্যাংশ সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভাগ করে দেওয়া হবে। এছাড়া বিজ্ঞাপন প্রচারের সুবিধাও পাবে দলগুলো। বিসিবির ওই কর্মকর্তা জানিয়েছেন, যেসব স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্বত্ব কিনবে, প্রতিটি ম্যাচে তাদের মোট বিজ্ঞাপনের ৩০ শতাংশ বিজ্ঞাপন থাকবে ওই ম্যাচে অংশ নেয়া দুই ফ্র্যাঞ্চাইজির। দুই ফ্র্যাঞ্চাইজি ১৫ শতাংশ করে সময় পাবে বিজ্ঞাপন প্রচারের। সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজি চাইলে নিজস্ব কিংবা তাদের স্পন্সরের বিজ্ঞাপন সেখানে চালাতে পারবে বলে জানান তিনি।
আরও পড়ুন: ‘ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে’
এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবারের বিপিএল আয়োজনের জন্য ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আইএমজির সঙ্গে বিসিবি চুক্তি সেরে ফেলেছে বলে জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা। বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্টের হাতে বিপিএল তুলে দেয়ার গুঞ্জন শোনা গেলে শুরু থেকেই পছন্দের তালিকায় শীর্ষে ছিল আইএমজি। ১৩ বছর ধরে আইপিএল আয়োজনের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির।
ফ্র্যাঞ্চাইজিকে সুবিধা দিলেও দল নেয়ার ক্ষেত্রে নিয়ম আরও কড়াকড়ি করেছে বিসিবি। দল নেয়ার আবেদন দেয়ার সময়ই ২ কোটি টাকার ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জমা দিতে হবে। যারা এই অর্থ জমা দেবে, আলোচনার মাধ্যমে সেখান থেকে ফ্র্যাঞ্চাইজি নির্ধারণ করবে বিসিবি। যদি কোনো প্রতিষ্ঠান দল না পায়, সেক্ষেত্রে তাদের কাছ থেকে নেয়া অর্থ ফেরত দেয়া হবে।
আরও পড়ুন: লিটনকে ফিরিয়ে প্রথম দুই টি-টোয়েন্টির দল ঘোষণা করলো বাংলাদেশ
ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়ে যাওয়ার পর তাদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টি হিসেবে নেয়া হবে ১০ কোটি টাকা। প্রতি আসরে এই টাকা দিতে হবে ৬ মাসের জন্য। কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের ঠিকভাবে পারিশ্রমিক না দিলে ব্যাংক গ্যারান্টির টাকা থেকে বিসিবি তা শোধ করবে।
এবারের বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর, ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। ৫–৬টি দল নিয়ে হবে এবারের আসর। ভেন্যু হিসেবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটই থাকছে। রাজশাহীতে একটি ভেন্যু করার চিন্তাভাবনা থাকলেও নির্ধারিত সময়ের আগে সেই ভেন্যু প্রস্তুত করা নিয়ে সন্দিহান বিসিবি কর্মকর্তারা।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·