বিপিএল শুরুর ৬ দিন আগেই ঢাকায় চিটাগাংয়ের কোচ

২ সপ্তাহ আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আরও আগেই। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দলগুলো। টুর্নামেন্টের ৬ দিন বাকি থাকতেই ঢাকায় পা রেখেছেন চিটাগাং কিংসের কোচ শন টেইট।

বিপিএলের এবারের আসরে প্রত্যাবর্তন ঘটেছে চিটাগাং কিংসের। টুর্নামেন্টের প্রথম দুই আসরে অংশ নেয়া ফ্র‌্যাঞ্চাইজিটি গত ৯ আসর ধরে অনুপস্থিত ছিল। এবার আবার ফিরছে তারা। আর টুর্নামেন্টে ফেরার ঘোষণা দিয়েই টেইটকে কোচ হিসেবে নিয়োগ দেয় তারা। 

 

কোচ হিসেবে চট্টগ্রামের হয়ে বিপিএলের ড্রাফটে অংশ নিয়েছিলেন টেইট। এবার প্রথম বিদেশি কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিলেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকায় এসে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। ২ দিন বিশ্রামের পর আগামী ২৭ ডিসেম্বর থেকে দলের সঙ্গে মাঠের অনুশীলনে দেখা যাবে টেইটকে।  

 

আরও পড়ুন: বিপিএলের ধারাভাষ্য প্যানেলে থাকবেন মরিসন

 

প্রত্যাবর্তনের আসরে দারুণ দল গড়েছে চিটাগাং কিংস। সাকিব আল হাসান, শরিফুল ইসলামদের মতো তারকা দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথুসদের দলে ভিড়িয়েছে দলটি। এছাড়া নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করেছে তারা।  
 

 

এবারের বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর। আসরের দ্বিতীয় দিন (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে চিটাগাং কিংস। ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্যদিয়ে পর্দা নামবে এবারের আসরের।

 

আরও পড়ুন: সাবেক পাকিস্তানিকে কোচ হিসেবে নিয়োগ দিলো রাজশাহী

 

এবারের বিপিএলে চিটাগাংয়ের স্কোয়াড:

সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেল।

]]>
সম্পূর্ণ পড়ুন