বিপিএলের দ্বিতীয় দিনের খেলার সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। রাস্তার ট্রাফিকের কথা বিবেচনা করে আগামী মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) দুই ম্যাচের সূচি দেড় ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। যার মানে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ওই দিন খুলনা টাইগার্স–চিটাগং কিংস ম্যাচ দুপুর দেড়টার পরিবর্তে দুপুর ১২টায় শুরু হবে। আর রংপুর রাইডার্স–সিলেট স্ট্রাইকার্স ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়, আগের সূচিতে যা ছিল সন্ধ্যা সাড়ে ৬টায়।
শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে দিনের প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা দুপুর দেড়টায় আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ছয়টায়। তবে ৩১ ডিসেম্বর একে তো বছরের শেষ দিন, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি রয়েছে রাজধানী ঢাকায়। এতে স্বাভাবিকের চেয়ে যান চলাচলে বেশি ব্যস্ততা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: বিপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিবির নতুন সিদ্ধান্ত
এদিকে বিপিএলের টিকিট বিক্রি নিয়েও বিসিবি থেকে এসেছে পরিবর্তন। বিপিএলের টিকেট সোমবার থেকে অনলাইনে www.gobcbticket.com.bd এবং মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিক্রি হবে। কিন্তু মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন কোনো বুথে টিকেট বিক্রি হবে না। রোববার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় বিপিএলের টিকিট পাওয়া যাবে। শাখাগুলো হলো—মিরপুর, মতিঝিল, উত্তরা, গুলশান, ধানমন্ডি, কামরাঙ্গীরচর ও ভিআইপি ব্রাঞ্চ।