মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার আমাদের পরিচালক মহোদয়দের প্রত্যেকের কাছ থেকে ইনডেমনিটি নেয়া হবে। আর সত্যি বলতে গেলে, প্রত্যেককে একটি সেলফ-ডিক্লারেশন দিতে হবে—কে কোন দলের সঙ্গে যুক্ত আছেন, সরাসরি বা পরোক্ষভাবে। যদি দেখা যায় আমাদের গভর্নিং কাউন্সিলের কেউ কোনোভাবে কোনো দলের সঙ্গে যুক্ত, তাহলে তাকে গভর্নিং কাউন্সিল থেকে পদত্যাগ করতে হবে।’
আরও পড়ুন: আসন্ন বিপিএলে দলের নাম ঠিক করবে বিসিবি, করা যাবে না পরিবর্তন
এর আগের আসরগুলোতে অনেক পরিচালক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থেকেছেন ঘনিষ্ঠভাবে। এক সময় ঢাকা ডাইনামাইটসের মালিকানায় ছিল বেক্সিমকো। যেখানে সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক প্রতিষ্ঠানটির একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া সেই সময়ের আরেক পরিচালক আব্দুল আওয়াল চৌধুরী ২০১৫ সাল থেকেই বরিশাল বুলসের মালিকানায় যুক্ত ছিলেন।
তবে এবার আর সে সুযোগ থাকছে না। বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করার পরই বোর্ড পরিচালকদের কাছ থেকে লিখিত নেয়া হবে।
তিনি বলেন, ‘বেসিক্যালি সেলফ ডিক্লারেশন মানে, আমি আপনাদের ডিক্লেয়ার করলাম যে আমি এই টিমের সাথে, সুতরাং উনি যদি ইনভল্ভ হয়, তাহলে গভর্নিং বডির আমরা কেউ কোনো টিমের সাথে ইনভল্ভ থাকতে পারব না। প্লাস ওই রিলেটেড মিটিংয়ে ইনভাইট করা হবে না।’
আরও পড়ুন: চূড়ান্ত প্রতিবেদন পেয়েও ফিক্সিংয়ে অভিযুক্তদের নাম প্রকাশ করবে না বিসিবি

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·