শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দর্শকদের জন্য এই সুবিধা করে দিয়েছে। যার ফলে গলে অনুষ্ঠিত ম্যাচটি ফ্রি'তে মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা। সোমবার (১৬ জুন) প্রেস বিজ্ঞপ্তির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘোষণা দিয়েছে এসএলসি।
আরও পড়ুন: সিরিজটা ড্র করতে পারলেও বড় অর্জন হবে: হান্নান
এদিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ দল। সেখানে ২ টেস্টের পাশাপাশি ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
একনজরে দুই দলের স্কোয়াড
শ্রীলঙ্কা
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা ধনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, আসিথা ফার্নান্ডো ও কাসুন রাজিথা।
বাংলাদেশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।
]]>